আওয়ার ইসলাম: খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে বিজয়ীরা সরকারি দল থেকে নির্বাচিত হয়েছেন বলে কাজ কম করলে চলবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে খুলনার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন তিনি।
শপথ অনুষ্ঠানে প্রথমে খুলনার নবনির্বাচিত মেয়র তালুকদার আব্দুল খালেক শপথ নেন। তাকে শপথবাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর কাউন্সিলররা শপথ নেন।
শপথ গ্রহণের পর দেয়া ভাষণে প্রধানমন্ত্রী বলেন, জনগণের সার্বিক উন্নয়ন করা সরকারের লক্ষ্য। তাই দলমত নির্বিশেষে দেশের ও দেশের জনগণের উন্নয়নে কাজ করে যাওয়ার জন্য নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের প্রতি নির্দেশ দেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা যে উন্নয়ন কর্মসূচিগুলো দিচ্ছি, সেগুলো কিন্তু কোনো দল বা মত দেখে দিচ্ছি না। জনগণের স্বার্থে, জনগণের কল্যাণেই কিন্তু আমরা কর্মসূচি দিচ্ছি।’
‘কাজেই আপনারা যে দলেই থাকেন না কেন, জনগণ যেহেতু ভোট দিয়েছে, সেহেতু আপনাদেরকে জনগণের সেবা অবশ্যই করতে হবে।
আর তার জন্য সরকারের পক্ষ থেকে তিনি পদ গ্রহণ করলেন বলে যে কাজ কম করতে হবে তা কিন্তু না। আমরা সুষম উন্নয়নে বিশ্বাসী,’ বলেন তিনি।
খুলনাবাসীরাও খুলনার সার্বিক কল্যাণ ও উন্নয়নের জন্য কাজ করে যাবে বলে আশা প্রকাশ করেন শেখ হাসিনা।
দাওরায়ে হাদিসের ফলাফল ঘোষণা; পাশের হার ৭৩.৩৪