শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫ ।। ২৮ চৈত্র ১৪৩১ ।। ১৩ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
নিজেকে ইমাম মাহদী দাবি করা মাদরাসা শিক্ষক কারাগারে হারামাইনে আজ জুমার নামাজে ইমামতি করবেন যাঁরা ‘মার্চ ফর গাজা’য় অংশগ্রহণকারীদের জন্য জরুরি ৫ নির্দেশনা তালিবুল ইলমের আবশ্যকীয় পাঁচটি কাজ পাকিস্তানের সব সমস্যার পেছনে ইহুদি ষড়যন্ত্র থাকে: মাওলানা ফজলুর রহমান বাড়িতে বাবার লাশ রেখে এসএসসি পরীক্ষা দিল নাহিদ মানবতার জন্য আপনিও আসুন সোহরাওয়ার্দী উদ্যানে: শায়খ আহমাদুল্লাহ ইসরায়েলকে প্রতিহত করতে আন্তর্জাতিক উদ্যোগ দরকার: বিএনপি মাদরাসাছাত্রদের কর্মসংস্থানের বিষয়ে কাজ করছে এনসিপি : নাসীরুদ্দীন পাটওয়ারী মুসলিম রাষ্ট্রের ওপর এখন সশস্ত্র ল’ড়াই ফরজ: মুফতি তাকি উসমানি

২ জুলাই হিজামা সুন্নাহ ডেইটের প্রথম দিন, চলছে ৩০% ছাড়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সুন্নাহ ডেইট উপলক্ষে আশ শিফা পেইন রিহ্যাবিলিটেশন সেন্টারে চলছে ২০/৩০% ছাড়ে হিজামা চিকিৎসা। এ সুযোগ সুন্নাহ ডেইটের শেষ পর্যন্ত চলবে এবং এখন থেকে হিজামা খরচ প্রতি পয়েন্ট ২০০ টাকার পরিবর্তে সব সময়ের জন্য ১৫০ টাকা করা হয়েছে।

হাদীস শরিফে আরবি মাসের ১৭-১৯-২১ তারিখে হিজামা লাগানোর ব্যপারে বিশেষ গুরত্ব দেয়া হয়েছে। এজন্য কেউ সুন্নাত হিসেবে হিজামা নিতে চাইলে এই তারিখগুলোতে হিজামা নিলে ভাল।

আর কোন রোগের জন্য হিজামা নিলে যে কোন তারিখে নেয়া যায়। হাদীসে আছে তোমরা এই তারিখগুলিতে হিজামা নাও কারণ এতে শেফা রয়েছে। অন্য হাদীসে আছে তোমরা যেসব পদ্ধতিতে চিকিৎসা নাও তন্মধ্য হিজামা সর্বোত্তম চিকিৎসা।

মাথা ব্যথা ঘাড়ে ব্যথা ও কোমর ব্যথার জন্য হিজামা অনেক উপকারী চিকিৎসা।

হিজামা এমন একটি চিকিৎসা যেটা মানুষের শরীরকে ফ্রেশ রাখে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, বড় বড় রোগ (যেমন হার্টের রোগ, কিডনির রোগ, লিভারের রোগ, ষ্ট্রোক) থেকে নিরাপদ রাখে।

কারণ হিজামা দ্বারা শরীর থেকে ক্ষতিকর উপাদান বের হয়ে যায় এবং হিজামাই শরীর থেকে ক্ষতিকর উপাদান বের করার একমাত্র ন্যচারাল পদ্ধতি এবং বিভিন্ন ব্যথা, উচ্চরক্তচাপ, কোলেষ্টরল ইত্যাদির জন্য হিজামা খুবই উপকারী এবং পরিক্ষীত চিকিৎসা।

সুতরাং হিজামা নিন সুস্থ থাকুন। আমরাই প্রথম বাংলাদেশে আধুনিক চিকিৎসার সমন্বয়ে হিজামা চালু করেছি।

হিজামা সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- [হিজামা]

আশ শিফা পেইন রিহ্যাবিলিটেশন সেন্টার, আয়শা শপিং কমপ্লেক্স, মালিবাগ, ঢাকা।

বিশেষ দ্রষ্টব্য- সুন্নাহ ডেগুলিতে মহিলা ডাক্তার দ্বারা মহিলাদের হিজামার ব্যবস্থা রয়েছে। যোগাযোগ ০১৮৫৮১৪১৮৪৬

Image may contain: text


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ