আওয়ার ইসলাম : তুরস্কের জরুরি অবস্থা প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়েপ এরদোগান। এদিকে এরদোগানের নতুন এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে তুরস্কের জনগণ।
গত বুধবার এক বৈঠকে প্রেসিডেন্ট এরদোগান ও নির্বাচনী জোটের প্রধান শরিক দল এমএইচপি নেতা দেভলেত বাহচেলির মধ্যে অনুষ্ঠিত বৈঠকে জরুরি অবস্থা প্রত্যাহারের এ সিদ্ধান্ত হয়।খবর ডেইলি সাবাহর।
তুরস্কে ২০১৬ সালের ১৫ জুলাই রাতে ব্যর্থ সামরিক অভ্যুত্থানের জের ধরে তিন মাসের জরুরি অবস্থা জারি করেছিল এরদোগান সরকার। পরে কয়েক দফায় এই জরুরি অবস্থার মেয়াদ বাড়ানো হয়। সর্বশেষ মেয়াদ আগামী মাসে শেষ হওয়ার কথা রয়েছে।
গত ২৪ জুন তুরস্কে অনুষ্ঠিত প্রেসিডেন্ট ও সংসদ নির্বাচনের প্রচারকালে জরুরি অবস্থা প্রত্যাহারের প্রতিশ্রুতি দিয়েছিলেন এরদোগান। নির্বাচনে বিজয়ী হওয়ার পর বুধবারের বৈঠকে তিন মাসব্যাপী চলতি জরুরি অবস্থার মেয়াদ জুলাইতে শেষ হওয়ার পর তা আর নবায়ন না করতে সম্মত হন সরকারি জোটের দুই শীর্ষ নেতা এরদোগান ও বাহচেলি।
প্রেসিডেন্ট এরদোগান এমএইচপি দলকে মন্ত্রিসভায় স্থান দিতে পারেন বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। গত ২৪ জুন তুরস্কে অনুষ্ঠিত প্রেসিডেন্ট ও সংসদ নির্বাচনে বিজয়ী হন রজব তায়্যেপ এরদোগান ও তার দল একেপি। এ নির্বাচনের আগে দলীয় প্রচারণায় জরুরি অবস্থা প্রত্যাহারের প্রতিশ্রুতি দিয়েছিলেন এরদোগান।
আরও পড়ুন : কেন এরদোগানের বিজয়ে আমরা আনন্দিত হয়েছি?