শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
নতুন নির্বাচন কমিশনকে বিগত কমিশন থেকে শিক্ষা নিতে হবে: মুফতী ফয়জুল করীম লালপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও বাড়ি ভাংচুরের অভিযোগ জনতার চেয়ারম্যান সৈয়দ তালহাকে সুনামগঞ্জ ৩ আসনে জমিয়তের প্রার্থী ঘোষণা কুরআন-হাদিসের ভিত্তিতেই হতে হবে সংস্কার: বায়তুল মোকাররমের খতিব ইসলামী সঙ্গীত সম্রাট আইনুদ্দীন আল আজাদ রহ.-এর বাবার ইন্তেকাল কুরআন-সুন্নাহর আইন ছাড়া দেশে শান্তি আসবে না : মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী শীত ও শৈত্যপ্রবাহ নিয়ে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস ফ্যাসিবাদ বারবার ফিরে আসবে, সতর্ক থাকতে হবে: গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা ‘কোনো রাজনৈতিক দলকে সরিয়ে দেয়ার ইচ্ছা জামায়াতের নেই’ শরীরে রক্ত বাড়াতে যেভাবে পালং শাক খাবেন

মৌলভীবাজারবাসী যে কারণে ঈদের জামাত পড়তে পাড়েনি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুজিবুর রহমান: প্রস্তুতি চলছিল ঈদ উৎসব পালনের ৷ ঈদুল ফিতরের বাকি ছিল ৪ দিন ৷ কিন্তু এর আগেই আকস্মিক বন্যায় সবশেষ ৷ হটাৎ উজানের ঢল আর ভারী বর্ষণ ৷ নদীর বাঁধ ভেঙ্গে আকস্মিক বন্যা ৷ পানি আর পানি৷ তাই জেলার মনু, ধলাই, কুশিয়ারা নদীর তীরবর্তী বাসিন্দাদের ঈদ আনন্দ আসার আগেই ভর করে চরম দূর্ভোগ ৷

ঘর নেই৷ ক্ষেত নেই ৷ দুমুটো ভাত, বিশুদ্ধ পানি স্যানিটশন ও চিকিৎসারও নেই নিশ্চয়তা ৷ তাই সবছেড়ে প্রাণে বাঁচতে ঠাঁই নিতে হচ্ছিল আশ্রয় কেন্দ্রে৷ সব হারিয়ে তারা এখন অনেকটা নিঃস্ব৷
সরকারি তরফের অপর্যাপ্ত ত্রাণে মানুষের ক্ষোভের অন্ত নেই৷

তবে অল্পপরিসরে হলেও সামাজিক ও রাজনৈতিক সংগঠন এবং ব্যক্তি উদ্যোগে অনেকই তাদের দুর্দিনে এগিয়ে এসেছেন৷ ক্ষতিগ্রস্ত অনেকেই বছর বছর ত্রাণ নিতে অনাগ্রহী৷ তারা চায় স্থায়ীভাবে এ রক্ষা বাঁধের সমস্যা লাঘবের৷

গেল ১৩ জুন সকাল থেকে আকস্মিক বন্যায় মৌলভীবাজার জেলার রাজনগর, কুলাউড় কমলগঞ্জ, মৌলভীবাজারের মনু, ধলাই নদীর তীরবর্তী ৪০ টি ইউনিয়ন ২টি পৌরসভার প্রায় চার শতাধিক গ্রামের ৪ লক্ষাধিক মানুয় পানি বন্দী ছিল৷

হটাৎ নদীর বাঁধভাঙ্গা পানির তোড়, মানুষের বসতভিটার সঙ্গে আশ্রয় হারায় হাঁস, মোরগি, গরু মহিষসহ গৃহপালিত পশুও৷ মানুষের সঙ্গে খাবার সংকটে পড়ে গবাদি পশু৷ ডুবে যায় প্রায় তিন শতাধিক পুকুর ও মৎস খামার৷

মনু নদীর বাঁধ ভেঙ্গে মৌলভীবাজার পৌর শহরের ৩টি ওয়ার্ড প্লাবিত হয়৷ চরম দুর্ভোগে পরে অফিসপাড়ার জনগণ৷ তিনদিন পর্যন্ত জেলা ও উপজেলার সঙ্গে যোগাযোগ ছিল বিচ্ছিন্ন৷ ঈদগাহ মসজিদ ছিল বন্যার পানিতে প্লাবিত৷ যার কারণে মানুষ পবিত্র রমজান এমনকি মাসব্যাপী সিয়াম পালনের পর কাঙ্খিত ঈদুল ফিতর উদযাপন ও ঈদের জামাতটিও পড়তে পারেননি৷ ফলে মানুষের হৃদয়ে আফসোস বিরাজ করছে৷

তবে বর্তমানে উজানে বৃষ্টিপাত না হওয়ায় জেলার সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে ৷

মৌলভীবাজার পৌরসভা, রাজনগর, কমলগন্জ, কুলাউড়া ও সদর উপজেলার অধিকাংশ এলাকা থেকে বন্যার পানি নেমেছে৷ পানি নামার সঙ্গে সঙ্গে বন্যাকবলিত মানুষের দুর্ভোগ বেড়েছে৷ স্থানে স্থানে রাস্তায় বড় বড় গর্ত হয়েছে৷ মরা জীবজন্তু, গাছপালার পাতা-ডাল পঁচে যাওয়ায় দুর্গন্ধ ছড়াচ্ছে৷ বন্যার পানিতে নলকুপ ডুবে যাওয়ায় বিশুদ্ধ পানির অভাব দেখা দিয়েছে৷

স্যানেটারী অবস্থা করুন৷ মশার উপদ্রব বেড়ে গেছে ৷ পানিবাহিত রোগ দেখা দিয়েছে৷ সরকারি ও ব্যক্তি উদ্যোগে কিছু চিকিৎসা দেওয়া হচ্ছে৷ তবে তা পর্যাপ্ত নয়৷ রাস্তাঘাটে কাদা৷ বিশেষ করে রাজনগর থানার কামারচাক ইউনিয়নের হাটি করাইয়া, ইসলামপুর নওয়াগাঁও গ্রামের কাচা রাস্তা দিয়ে চলা যাচ্ছে না৷ ছাত্র রোগিদের জন্য যেন এ রাস্তাগুলো এক মরণফাঁদ৷

ভোক্তভোগী আব্দুস সালাম জানান, তার স্ত্রীর প্রসব ব্যথা শুরু হলে কোনো উপায়ন্তর না পেয়ে কাদাযুক্ত রাস্তা দিয়ে দুজনে একটি খাটে করে মৌলভীবাজার শহরে ক্লিনিকে ভর্তি করেন৷ কিন্তু বিলম্ব হওয়ার কারণে পেটে থাকা দুই সন্তানই মারা যায়।

দ্রুত এসব ভোগান্তির প্রতিকার আবশ্যক, না হয় জনগণ আর দূর্ভোগ পোহাতে হবে দীর্ঘদিন৷ পানি থাকা অবস্থায় যে কাঁচা ঘরটি দাঁড়িয়ে ছিল পানি নামার পর সেই ঘরগুলো ধসে পড়েছে৷

মৌলভীবাজার-কুলাউড়া সড়ক ও মৌলভীবাজার—সিলেট আনচলিক মহাসড়ক দিয়ে যান চলাচল শুরু হয়েছে৷

পানি উন্নয়ন বোর্ড জানায়, মৌলভীবাজার শহরের বড়হাটের বাড়ইকোনায় মনু নদীর প্রতিরক্ষা বাঁধ ও রাজনগরের কালাইগুলের ভাঙ্গন মেরামতের কাজ শেষ হয়েছে৷ রাস্তার মেরামতও চলছে৷ তবে স্থবির গতিতে৷

কওমি মাদরাসা নিয়ে একমুঠো ভাবনা

বাসায় ঢুকে অভিনেত্রীকে গণধর্ষণ

-আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ