শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
অ্যাডভোকেট আলিফের কবর জিয়ারত ও পরিবারের পাশে হেফাজতের শীর্ষ নেতৃবৃন্দ  প্রাইমারি স্কুলে আলেম ধর্মীয় শিক্ষক বাধ্যতামূলক করতে হবে: মাওলানা ইসলামাবাদী বগুড়ায় ছাত্র আন্দোলনে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা শেরপুরে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে স্মরণসভা শেরপুরে শেখ হাসিনাসহ ৫৯ জনের নামে মামলা কাল বাদ জুমা বায়তুল মোকাররমে হেফাজতে ইসলামের বিক্ষোভ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে যা বললেন জামায়াত আমীর হজ নিবন্ধনের সময় বাড়ল ১৫ দিন রাষ্ট্রদ্রোহী সংগঠন চলতে দেয়া হবে না: মাওলানা আহমদ আলী কাসেমী ২২৫০০ কোটি নতুন টাকা ছাপিয়ে ৬ ব্যাংককে দিল বাংলাদেশ ব্যাংক

তিন আন্তর্জাতিক বিমানবন্দরে সক্রিয় চোরাচালান চক্র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  গত ছয় মাসে বিমানবন্দর পুলিশ ও কাস্টমস কর্তৃপক্ষ প্রায় ৫০ কোটি টাকার চোরাচালান পণ্য আটক করেছে।

এর মধ্যে স্বর্ণের বার, হীরা ও বৈদেশিক মুদ্রা ছাড়াও রয়েছে কোকেনের মতো মাদক। তবে যা ধরা পড়েছে তা খুবই নগণ্য। প্রকৃত চিত্র সম্পূর্ণ ভিন্ন। প্রতিদিনই বহু টাকার চোরাচালান হচ্ছে।

বিমানবন্দরের একাধিক সূত্র জানায়, আন্তর্জাতিক চোরাচালান চক্রের কাছে সবচেয়ে নিরাপদ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। চোরাচালান বন্ধের উপায় হিসেবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানান, তিন আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের ব্যাগেজ ডগস্কোয়াড দিয়ে সুইপিং (পরীক্ষা) করালে চোরাচালান বন্ধ করা সম্ভব।

কারণ হিসেবে তারা বলেন, বিশ্বের বিভিন্ন দেশে বিমানবন্দরের নিরাপত্তা ও মাদকদ্রব্য চিহ্নিত করার জন্য ডগস্কোয়াড দিয়ে সুইপিং করানো হয়। আর যেসব দেশের বিমানবন্দরে ডগস্কোয়াড আছে সেসব দেশের বিমানবন্দর চোরাচালানিরা ব্যবহার করেন না বলে আইনশৃঙ্খলা বাহিনীর ওই সব কর্মকর্তা জানান।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, সন্ধ্যার পর তিন আন্তর্জাতিক বিমানবন্দর অনেকটা নিরাপত্তাহীন থাকে। চোরাচালানের সিন্ডিকেটে প্রত্যেকটা সদস্য তাদের ওপর দায়িত্ব পালনে ব্যস্ত সময় অতিবাহিত করে।

বিমানবন্দরে শুধু নিরীহ যাত্রীদের ল্যাগেজ তল্লাশির নামে হয়রানি করা হয়। আর চোরাকারবারিদের ব্যাগেজ নিরাপদে চলে যায়। এক শ্রেণির কর্মকর্তা চোরাকারবারিদের ব্যাগেজ পার করে দিতেও সহযোগিতা করেন। এমন তথ্য পাওয়া যায়।

শাহজালাল বিমানবন্দরে কর্মরত আরেকজন কর্মচারী জানান, কীভাবে চোরাচালান হচ্ছে আমরা সবই জানি। আমরাও ভাগ পাই, তবে তা খুবই কম।

যারা চোরাচালানির জিনিসপত্র নিয়ে আসে তারা তো কোটি কোটি টাকা আয় করছে। এদিকে বিমানবন্দরে বাইরের অংশে খুবই কড়াকড়িভাবে চেকপোস্টে চেক করা হলেও ভেতরে নোংরা পরিবেশ। বিশেষ করে বাথরুমগুলোতে দুর্গন্ধ থাকে।

অপরদিকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো শাখার ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালনকারী সিএএবি’র এরোড্রাম কর্মকর্তা আবু মোহাম্মদ ওমর শরীফ দীর্ঘদির ধরে দুর্নীতি ও অনিয়মের সঙ্গে জড়িত এবং ক্ষমতা অপব্যবহার করে আসছেন।

তার বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম ও ক্ষমতার অপব্যবহার নিয়ে একটি গোয়েন্দা সংস্থা তদন্ত করে। তদন্তে সত্যতা পেয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য একটি প্রতিবদেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে জমা দেয়। এই প্রতিবেদন পাওয়ার পর মন্ত্রণালয় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে।

তদন্ত কমিটির আহ্বায়ক হলেন যুগ্ম সচিব (বিমান) মো. হাবিবুর রহমান। কমিটির দুই সদস্য হলেন সিএটিসি’র পরিচালক মো. আব্দুল মান্নান মিয়া ও হশাআবি’র সহকারী পরিচালক আবু সাহে মো. খালেদ। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিএ-১ অধিশাখা থেকে একটি আদেশও জারি করা হয়। তবে রহস্যজনক কারণে এই তদন্তের কোনো আলোর মুখ এখনো পর্যন্ত দেখেনি।

আরো পড়ুন- রোহিঙ্গা ইস্যুতে সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণে প্রধানমন্ত্রীর আহ্বান


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ