আবদুল্লাহ তামিম: মহান আল্লাহর ডাকে মাহে রমজানের প্রথম দিনে জেগে উঠলো নগরবাসী।
রাজধানীসহ সারা দেশের অসংখ্য মুসলিম পরিবারের চিত্র মধ্যরাতে জেগে উঠেছে তারা।
কারণ সময়ের পরিক্রমায় বছর ঘুরে আজ (শুক্রবার) থেকে পবিত্র মাহে রমজান শুরু হয়েছে। আজ থেকে আগামী এক মাস (চাঁদ দেখা সাপেক্ষে ২৯ দিন কিংবা ৩০ দিন) ভোর রাতে ঘুম ভাঙবে সবার। প্রতিদিনের অভ্যাস অনুযায়ী রাতে ঘুমিয়ে সকালে ওঠার অভ্যাস থাকলেও আজ নগরবাসীর ঘুম ভেঙেছে মধ্যরাতে।
হঠাৎ করেই রাত ২টা-আড়াইটার সময় নগরবাসী জেগে উঠতে শুরু করে। বিভিন্ন বাসাবাড়িতে জ্বলে ওঠে বাতি। পরিবারের নারী সদস্যরা প্রথমে জেগে ওঠেন।
আল্লাহর ডাকে সাড়া দিয়ে ইবাদতে লিপ্ত হোন।
আরো পড়ুন- রোজার ফজিলত ও জরুরি মাসাইল