শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫ ।। ২৮ চৈত্র ১৪৩১ ।। ১৩ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
নিজেকে ইমাম মাহদী দাবি করা মাদরাসা শিক্ষক কারাগারে হারামাইনে আজ জুমার নামাজে ইমামতি করবেন যাঁরা ‘মার্চ ফর গাজা’য় অংশগ্রহণকারীদের জন্য জরুরি ৫ নির্দেশনা তালিবুল ইলমের আবশ্যকীয় পাঁচটি কাজ পাকিস্তানের সব সমস্যার পেছনে ইহুদি ষড়যন্ত্র থাকে: মাওলানা ফজলুর রহমান বাড়িতে বাবার লাশ রেখে এসএসসি পরীক্ষা দিল নাহিদ মানবতার জন্য আপনিও আসুন সোহরাওয়ার্দী উদ্যানে: শায়খ আহমাদুল্লাহ ইসরায়েলকে প্রতিহত করতে আন্তর্জাতিক উদ্যোগ দরকার: বিএনপি মাদরাসাছাত্রদের কর্মসংস্থানের বিষয়ে কাজ করছে এনসিপি : নাসীরুদ্দীন পাটওয়ারী মুসলিম রাষ্ট্রের ওপর এখন সশস্ত্র ল’ড়াই ফরজ: মুফতি তাকি উসমানি

মাহাথির ক্ষমতায় থাকবেন দুই বছর, পরে দেশ চালাবে ইব্রাহিম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: মালায়েশিয়ার সংস্কারবাদী রাজনীতিক আনোয়ার ইব্রাহিম , তার দেশের জন্য এক নতুন ভোরকে স্বাগত জানিয়ে বলেন দেশের জন্য নতুন দিনের সূচানা হয়েছে।

রাজার ক্ষমা পাবার পর আনোয়ারের তিন বছরের কারাদন্ড শেষ হলো আজই। কুয়ালালামপুরের হাসপাতাল থেকে বেরিয়ে আসার সময় ৭০ বছর বয়সী এই রাজনীতিককে শত শত সমর্থক স্বাগত জানান ।

ঘাড়ে ব্যথা পাওয়ায় সেখানে তার চিকিৎসা চলছিল। আনোয়ার ইব্রাহিম, মালায়েশিয়ার রাজা পঞ্চম সুলতান মোহাম্মদের সঙ্গে দেখা করতে যান।

গত সপ্তার সংসদ নির্বাচনে তাঁর Alliance of Hope দলটি জয়লাভ করায় কালিমালিপ্ত প্রধানমন্ত্রী নাজিব রাজাক এবং তাঁর বারিসান ন্যাশনাল জোট ক্ষমতাচ্যুত হয়। এই দলটি এক নাগাড়ে ছয় দশক মালায়েশিয়ার ক্ষমতায় ছিল।

আনোয়ার দলের এই বিজয়ের জন্য মালায়েশিয়ার জনগণের প্রশংসা করেন এবং বলেন যে ধর্ম বর্ণ নির্বিশেষে তারা মুক্তি ও গণতন্ত্রের নীতির পাশে দাঁড়িয়েছে। আনোয়ার এবং ৯২ বছর বয়সী মাহাথির মোহাম্মদের মধ্যে বোঝাপড়া হওয়ায় দলটির বিজয় সম্ভব হয়েছে।

আনোয়ার বলছেন তিনি মাহাথিরকে ক্ষমা করে দিয়েছেন কিন্তু মাহাথিরের মন্ত্রী সভায় যোগ দেয়ার ব্যাপারে তার কোন পরিকল্পনা নেই। বিশ্বের সব চেয়ে বয়স্ক নির্বাচিত নেতা, মাহাথির বলছেন তিনি দু বছর ক্ষমতায় থাকবেন, তার পর আনোয়ারের হাতে ক্ষমতা হস্তান্তরিত করবেন। তার আগে তাকে সংসদে পুননির্বাচিত হতে হবে।

আরো পড়ুন- স্বাগত হে মাহে রমজান!


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ