আওয়ার ইসলাম: বাংলাদেশ ও নেপাল সুড়ঙ্গপথে যুক্ত হবে। দেশ দু'টির মধ্যে সবচেয়ে কম দীর্ঘ রুটের পাশাপাশি এই সুরঙ্গ নির্মাণ হবে বলে জানা গেছে।
কাঠমান্ডুতে অনুষ্ঠিত চীন ও দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের ছোট ও মাঝারি আকারের এন্টারপ্রাইজগুলোর তৃতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা জানান নেপালের শিল্প ও বাণিজ্য মন্ত্রী, মাত্রিকা প্রসাদ যাদব।তিনি বলেন, নেপাল একটি স্থলবেষ্টিত ও কম উন্নত দেশ। বৈশ্বিক রাস্তা সংযোগের সঙ্গে সরাসরি যুক্ত হওয়া তাদের জন্য কঠিন। এ বিষয়ে তিনি, সম্প্রতি দেশটির প্রধানমন্ত্রীর ভারত সফরের সময় দেশ দু’টি পানিপথে যুক্ত হওয়া বিষয়ক সমঝোতার কথা উল্লেখ করেন।
তিনি বলেন, চীনের সঙ্গেও সুসম্পর্ক রয়েছে নেপালের। তিনি দক্ষিণ এশীয় দেশগুলোকে নেপালে বিনিয়োগ করার আহবান জানান।
দিনব্যাপী সম্মেলনটিতে সবমিলিয়ে ১৫০জন উদ্যোক্তা অংশ নেন।
শবে বরাত নিয়ে অপপ্রচার; পিস টিভির ৮ বক্তার বিরুদ্ধে মামলা
-আরআর