আওয়ার ইসলাম: জীবিত বা মৃত যেকোনো মাছ খাওয়ার ব্যাপারে শরী‘আত অনুমতি দিয়েছে।
পদ্ধতিগতভাবে কেউ তাজা মাছ রান্না করে খায়, কেউ শুটকি বানিয়ে খায় তাতে কোনো বাধা নেই।
আল্লাহ তায়ালা বলেন, ‘সমুদ্রের শিকার তোমাদের জন্য হালাল করা হয়েছে’। সুরা মায়েদা ৯৬
রাসূলুল্লাহ সা. বলেন, সমুদ্রের পানি পবিত্র এবং এর মৃত হালাল। আবু দাউদ হা/৮৩; তিরমিযী হা/৬৯
একইভাবে হিদল/শিদল বা চ্যাপা শুটকি মূলত পুটি, টাকি, টেংরা ইত্যাদি মাছ থেকে নির্দিষ্ট প্রক্রিয়ায় তৈরি একধরনের দেশি খাবার। সুতরাং তা ভক্ষণে কোনো বাধা নেই।
চিংড়ি মাছ খাওয়ার ব্যাপারে শরী‘আতে কোন নিষেধাজ্ঞা আছে কি? দাঊদ আ.-এর দেহে সৃষ্ট পোকাই চিংড়ি মাছ’ বলে সমাজে যে কথা চালু আছে তার কোনো ভিত্তি আছে কি?
চিংড়ি মাছ খাওয়া জায়েজ। কারণ এটি মৎস প্রজাতির অন্তর্ভূক্ত। আল্লাহ তা‘আলা বলেন, ‘নদীর শিকার তোমাদের জন্য হালাল করা হয়েছে’। সুরা মায়েদা ৯৬
‘দাঊদ আ.-এর দেহে সৃষ্ট পোকাই চিংড়ি মাছ’ বলে সমাজে যে কথা প্রচলিত আছে তা ভিত্তিহীন। ওই মিথ্যা ঘটনা দাঊদ আ.-এর ব্যাপারে নয় বরং আইয়ূব আ. সম্পর্কে বর্ণনা করা হয়।
আরআর