নাজমুল হাসান সাদী
প্রশ্নঃ যদি কোনো ব্যক্তি অপর ব্যক্তিকে মিস্ড কল করে, তাহলে তার হুকুম কী ?
উত্তরঃ যদি অপর ব্যক্তির পক্ষ থেকে মিস্ড কল করার অনুমতি থাকে, কিংবা, অনুমতি নেই বটে, তবে পরস্পরের মাঝে সম্পর্ক এতটাই ঘনিষ্ঠ যে, মিস্ড কল করলে কিছুই মনে করবে না, তাহলে তা বৈধ, অন্যথায় বৈধ নয়। (তাফসিরে রুহুল মায়ানি: ১০/৩২৩)
কাউকে বার বার মিস্ড কল করে বিরক্ত করার ব্যাপারে ইসলামী বিধান:
প্রশ্নঃ কাউকে বার বার মিস্ড কল করে বিরক্ত করা বা কষ্ট দেওয়ার বিধান কী ?
উত্তরঃ কাউকে বার বার মিস্ড কল করে বিরক্ত করা সম্পূর্ণ অবৈধ।
(বুখারি শরিফ: ১/৬, মায়ারিফুল কুরআন: ৬/৩৮৬)
কল রিসিভ না করলে কতবার কল করা যাবে, সে সম্পর্কে ইসলামের বিধান:
প্রশ্নঃ অপর প্রান্ত থেকে কল রিসিভ না করলে কতবার কল করার অনুমতি আছে ইসলামে ?
উত্তরঃ এক্ষেত্রে ইসলামের বিধান হলো, আগত ব্যক্তি তিনবার সালামের মাধ্যমে অনুমতি চাবে, অনুমতি না পেলে ফিরে যাবে। একই বিধান কলিং বেল ও মোবাইলের ক্ষেত্রেও; তিনবার কলিং বেল চাপ দেওয়ার পর অনুমতি না পেলে ফিরে যাবে, অনুরূপ কল রিসিভ না করলে তিনবারের পর আর কল করবে না। তবে একান্ত জরুরি হলে ভিন্ন কথা। (বুখারি শরিফ, ফাতহুল বারি: ১১/৩৩ পৃষ্ঠা,স মুসনাদে আহমাদ: ২/৭১)