তামিম আহমেদ: এটা লন্ডন কিংবা প্যারিস নয় তাই এখানের রক্তাক্ত রাস্তার ছবির দৃশ্য অনেকেই হয়ত স্পর্শ করবে না৷ যুদ্ধরত সিরিয়ার গৌতার একটি রাস্তার ছবি টুইটারে পোস্ট করে এরকমই প্রশ্ন তুললেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মুহাম্মদ কাইফ৷
পশ্চিম এশিয়ার মুসলিম অধ্যূষিত দেশ সিরিয়াতে নতুন করে যুদ্ধ শুরু হয়েছে৷ গৌতা শহরের পূর্ব অংশ রুশ বিমান হামলায় মৃত্যুপুরী পরিনত হয়েছে৷ প্রাণহানী হয়েছে নিরীহ শিশু সহ অনেক নাগরিকের৷ সেখানকার একটি রক্তাক্ত রাস্তার ছবি টুইটারে পোস্ট করে নিজের ক্ষোভ উগরে দেন কাইফ৷
তিনি লেখেন, ‘এটা সিরিয়ার রক্ত নদী৷ জায়গাটা লন্ডন বা প্যারিস নয় তাই অনেকের উপরই এর কোন প্রভাব নেই৷ নিরীহ শিশুদের হত্যার খবরে বিধ্বস্ত হয়ে পড়ছি৷’
এরই মধ্যে সিরিয়ান শিশুদের রক্তাক্ত দেহের ছবির সঙ্গেই একটি সিরিয়ান বাচ্চার লাইভ ভিডিয়ো সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে৷ টুইটে এই ভিডিওটির কথা উল্লেখ্য করে কাইফ লেখেন, ‘একটা সিরিয়ান শিশুকে সোশ্যাল মিডিয়াতে তাঁর একাউন্ট থেকে বলতে শুনলাম মৃত্যুর জন্য আর অপেক্ষা করতে পারছি না, ঈশ্বরের কাছে নিশ্চয় আমাদের জন্য খাবার রয়েছে৷’
গৃহযুদ্ধ কেন্দ্র করে গত কয়েক বছর ধরে রক্তাক্ত সিরিয়া৷ ২০১২ থেকে সালাফি জিহাদি, আল নুসরা ফ্রন্ট এবং সিরিয়ান সরকারের মধ্যে সংঘর্ষ থামার লক্ষ্যণ নেই৷ প্রেসিডেন্ট বাসার আল আসাদের অনুগত বাহিনী বনাম একাধিক বিদ্রোহী গোষ্ঠীর সংঘর্ষ তো চলছেই৷
সূত্র: আমাদেরসময়.কম