আওয়ার ইসলাম : মালির দোয়েঞ্জা নামক স্থানে ভয়াবহ ইমপ্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণে চার বাংলাদেশি শান্তিরক্ষী নিহত হয়েছেন। তবে মালিতে নিয়োজিত অন্যান্য বাংলাদেশি শান্তিরক্ষীগণ নিরাপদ আছেন। বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
নিহতরা হলেন, ওয়ারেন্ট অফিসার আবুল কালাম (পিরোজপুর), সৈনিক রায়হান (পাবনা), ল্যান্স কর্পোরাল আক্তার (ময়মনসিংহ) এবং সৈনিক (পাচক) জামাল (চাপাইনবাবগঞ্জ)। এদিকে আহত ৩ জনের অবস্থা গুরুতর বলে জানা যায়। বাকিরা সবাই নিরাপদে আছে।
জানা গেছে, বুধবার স্থানীয় সময় দুপুর ২টার দিকে উত্তর মালিতে মাইন বিস্ফোরণের ফলে এ হতাহতের ঘটনা ঘটে। সে সময় বাংলাদেশি এই সৈন্যরা মালির মোপটি প্রদেশের বোনি ও দোয়েঞ্জা শহরের মধ্যবর্তী একটি সড়কে টহলরত ছিলো। তাদের বহনকারী গাড়িটি ভয়াবহ এ বিস্ফোরণের শিকার হয়।
উল্লেখ্য, এর আগে, ২৩ সেপ্টেম্বর , ২০১৭ আফ্রিকার মালিতে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে তিন বাংলাদেশি শান্তিরক্ষী নিহত হয়েছিলেন। এ সময় আহত হয়েছিলেন আরো চার জন। নিহতরা হলেন সার্জেন্ট আলতাফ, ইএমই (দিনাজপুর), ল্যান্স করপোরাল জাকিরুল, আর্টিলারি (নেত্রোকোনা), সৈনিক মনোয়ার, ইস্টবেঙ্গল (বরিশাল)। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে পাঠানো এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।