আওয়ার ইসলাম: জম্মু-কাশ্মির সীমান্তে পাকিস্তানি সেনাবাহিনীর গুলিবর্ষণে দুই ভারতীয় সেনা আহত হয়েছেন। আজ (বৃহস্পতিবার) পুঞ্চ জেলার মানকোট সেক্টরে পাকিস্তানি সেনাবাহিনী গুলিবর্ষণ করলে তারা আহত হন।
নায়েব সুবেদার তারসাম সিং ও সন্দীপ রাই নামে আহত ওই সেনাকে চিকিৎসার জন্য উধমপুর সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। কর্তৃপক্ষ সংশ্লিষ্ট এলাকায় উচ্চ সতর্কতা জারি করেছে।
পুঞ্চ জেলায় আজ সকাল ৮ টা ৫০ মিনিটে ভারত ও পাকিস্তানি সেনাবাহিনীর মধ্যে পাল্টাপাল্টি গুলিবর্ষণ শুরু হয়। পুঞ্চের বালাকোট, মেন্ধর ও মানকোট এলাকায় দু’দেশের সেনাবাহিনীর মধ্যে ব্যাপক গুলিবর্ষণের ঘটনা ঘটে। সংশ্লিষ্ট এলাকার দোকানপাট ও বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।
গণমাধ্যম সূত্রে প্রকাশ, পাকিস্তানি বাহিনী আজ ভারতীয় সেনাচৌকি লক্ষ্য করে স্বয়ংক্রিয় অস্ত্র ও মর্টার হামলা চালায়। ভারতীয় সেনাবাহিনীও পাল্টা গুলিবর্ষণ করে পাক বাহিনীকে জবাব দেয়।
এদিকে, নিয়ন্ত্রণরেখা বরাবর ভারত ও পাকিস্তানি বাহিনীর মধ্যে পাল্টাপাল্টি গুলিবর্ষণ চলতে থাকায় পুঞ্চ ও মানকোটের চারটি বিভাগে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। নিরাপত্তার স্বার্থে কর্তৃপক্ষ আগামী ৫ মার্চ পর্যন্ত এ সকল এলাকার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন।
এদিকে, আইনশৃঙ্খলা অক্ষুণ্ণ রাখতে কর্তৃপক্ষ উত্তর কাশ্মিরের বান্দিপোরা জেলায় আজ বৃহস্পতিবার মোবাইল ইন্টারনেট পরিসেবায় নিষেধাজ্ঞা আরোপ করেছে।