শনিবার, ৩০ নভেম্বর ২০২৪ ।। ১৫ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬


তালেবানকে রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি দেয়া হবে: আশরাফ ঘানি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি জানিয়েছেন, তালেবানকে রাজনৈতিক দল হিসাবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে আফগান সরকার।

তালেবানকে মূল স্রোতে ফিরে আসার আহবান জানিয়ে আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি বলেন, যুদ্ধবিরতি চুক্তিতে সম্মতি হলে তালেবানকে রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি দেওয়া হবে। শান্তি ফেরাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলেও তিনি জানান।

বুধবার 'কাবুল প্রসেস কনফারেন্স'-তিনি এসব কথা বলেন।

আশরাফ ঘানি বলেন,  শুধু রাজনৈতিক দল হিসেবে নয় তালেবানকে মূলস্রোতে ফেরাতে নানাভাবে সাহায্য করছে আফগান সরকার। ইতোমধ্যে, বেশ কিছু তালেবান বন্দীকে মুক্তিও দেওয়া হয়েছে।

এছাড়াও কিছু তালেবান নেতার ওপর থেকে নজরবন্দি তুলে নেওয়া হয়েছে। এছাড়া, তালেবান সদস্য ও তাদের পরিবারদের পাসপোর্ট এবং ভিসা দেওয়ার অনুমতি দিচ্ছে সরকার।

আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন রাব্বানি বলেছেন, আশা করা যাচ্ছে আফগানিস্তানে শান্তি ফিরবে। এর ফলে, সমগ্র বিশ্বও উপকৃত হবে।

সূত্র: জি-নিউজ

এসএস/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ