শনিবার, ৩০ নভেম্বর ২০২৪ ।। ১৫ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
জুমার খুতবার আগে ব্রেন স্ট্রোক, রাতে ইন্তেকাল তরুণ ইমামের জামিয়া গহরপুরের ফুজালা ও প্রাক্তনদের আয়োজনে ‘মাহফিলে নূর’ সম্প্রীতির বাংলাদেশে অসাম্প্রদায়িক সকল অপশক্তিকে রুখে দিতে হবে: ছাত্র জমিয়ত চিন্ময়ের মুক্তি চাওয়া বাংলাদেশের বিরুদ্ধে ভারতের উলম্ব অভিযান: রিজভী মতিঝিল থানা হেফাজতে ইসলামের কমিটি গঠন এডভোকেট হত্যার বিচার ও ইসকন নিষিদ্ধের দাবিতে চাঁদপুর পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ ‘সংবিধানে কুরআন-সুন্নাহর সাথে সাংঘর্ষিক কোন কিছু রাখা যাবে না’ চাঁদপুর জেলা সিরাত সম্মেলন আগামীকাল, থাকছেন হেফাজত আমীর চট্টগ্রামে ইসকন নিষিদ্ধের দাবিতে হেফাজতের বিক্ষোভ-সমাবেশে জনস্রোত মৌলভীবাজারে আইনজীবী হত্যা ও ইসকনকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল

জম্মু-কাশ্মিরে গেরিলা হামলা : ২ পুলিশ নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে দু’টি আলাদা হামলায় দুই পুলিশ সদস্য নিহত হয়েছেন। গেরিলারা তাদের কাছ থেকে রাইফেলও ছিনতাই করে।

বাডগাম জেলার চারার-ই-শরীফে গেরিলারা একটি গার্ড পোস্টে গেরিলারা হামলা চালালে কুলতার সিং নামে এক কনস্টেবল আহত হন। পরে হাসপাতালে চিকিৎসা চলাকালীন তিনি মারা যান। গেরিলারা তার কাছ থেকে স্বয়ংক্রিয় অস্ত্র ছিনিয়ে নিয়ে গেছে।

অন্যদিকে, শ্রীনগরের সৌরা এলাকায় গেরিলারা একটি পুলিশ গার্ড পোস্টে হামলা চালালে এখানে ফারুক আহমেদ নামে এক পুলিশ সদস্য নিহত হন।

এক কর্মকর্তা বলেন, গেরিলারা গতকাল (রোববার) বাডগাম জেলার চারার-ই-শরীফ এলাকায় সুফী শেখ নুরুদ্দিন নূরানীর দরগাহের কাছে একটি পুলিশ চৌকিতে গুলিবর্ষণ করে। এরফলে জম্মু-কাশ্মির পুলিশের ১৩ ব্যাটেলিয়ানের কনস্টেবল কুলতার সিং আহত হন। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও সেখানে তিনি মারা যান।

অন্যদিকে, শ্রীনগরের সৌরা এলাকায় বিলাল কলোনিতে হুররিয়াত নেতা ফজল হক কুরেশির বাড়ির বাইরে পুলিশ চৌকিতে গেরিলারা হামলা চালালে ফারুক আহমদ নামে এক পুলিশ কনস্টেবল নিহত হন। গেরিলারা এখান থেকে ওই পুলিশ কনস্টেবলের সার্ভিস রাইফেল ছিনিয়ে নিয়ে গেছে। ফজল হক কুরেশি ২০০৯ সালের ডিসেম্বরে গেরিলা হামলায় আহত হয়েছিলেন।

পুলিশের ডিজিপি এস পি বৈদ দুই পুলিশ সদস্য নিহত হওয়ায় দুঃখ প্রকাশ করেছেন। রাজ্য পুলিশের এই শীর্ষ কর্মকর্তা সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে বলেন, ‘এটা ছায়া যুদ্ধ যার বিরুদ্ধে আমরা জম্মু-কাশ্মিরে লড়াই করছি।’ এতে তিনি পুলিশ সদস্যদের সতর্ক থাকারও আহ্বান জানান।

এদিকে, আজ সোমবার সকালে বান্দিপোরা জেলার বনমহল্লাতে এলাকায় সামরিক বাহিনী গেরিলাদের সন্ধানে ঘেরাও ও তল্লাশি অভিযান চালায়। এসময় স্থানীয় মানুষজন কমপক্ষে দশ মিনিট ধরে গুলি বিনিময়ের শব্দ শুনতে পান। যদিও নিরাপত্তা বাহিনী অথবা গেরিলা কারা ওই গুলি চালিয়েছে তা এখনো স্পষ্ট হয়নি।

ঘটনাস্থলে আধাসামরিক বাহিনী সিআরপিএফের ৪৫ ব্যাটেলিয়ানের জওয়ান ও সেনাবাহিনীর রাষ্ট্রীয় রাইফেলসের জওয়ানরা যৌথভাবে অভিযান চালাচ্ছে।

এইচজে


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ