আওয়ার ইসলাম : সোমালিয়ায় দুই দফা আত্মঘাতী বোমা হামলায় ১৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ জনের মতো। হামলার সময় কয়েকজন জঙ্গি আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায়। পরবর্তীতে তাদের পাঁচজনকে গুলি করে হত্যা করে দেশটির নিরাপত্তা বাহিনী।
শুক্রবার দেশটির রাজধানী মোগাদিশুতে প্রেসিডেন্টের বাস ভবনের সামনের একটি রেস্টুরেন্টে রাখা গাড়িতে একটি বোমা হামলার ঘটনা ঘটে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।
সোমালিয়া পুলিশ জানিয়েছে, রেস্টুরেন্টের ভেতরে আরও অন্তত ২০ জনকে জিম্মি করে রেখেছে জঙ্গিরা। তাদের উদ্ধারে তৎপরতা চালাচ্ছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।
এছাড়া দ্বিতীয় বোমাটি প্রেসিডেন্টের বাস ভবনের সামনে বিস্ফোরিত হয়। গোটা ভবন ঘিরে রেখেছে পুলিশ। উদ্ধার কাজ চলছে।
ইতোমধ্যেই হামলার দায় স্বীকার করেছে পূর্ব আফ্রিকার জঙ্গি সংগঠন আল-শাবাব।