আওয়ার ইসলাম: আফগানিস্তানের রাজধানী কাবুলে ন্যাটো বাহিনীর সদরদপ্তরের কাছে আত্মঘাতী বোমা হামলায় অন্তত একজন নিহত ও ছয়জন আহত হয়েছে। এলাকাটি কাবুলের কূটনৈতিক জোন হিসেবে পরিচিত এবং হামলাস্থলের কাছেই মার্কিন দূতাবাস অবস্থিত।
আজ শনিবার সকালের দিকে কাবুলের শাশ দারাক এলাকায় এক ব্যক্তি এ হামলা চালায় বলে নিশ্চিত করেছেন আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাজিব দানিশ। তিনি জানান, হামলায় মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা নেই। নিহত ব্যক্তির পরিচয় জানা যায় নি।
এখনও পর্যন্ত আত্মঘাতী এ হামলার কথা কেউ স্বীকার করে নি।
২০০১ সালে তালেবান উৎখাতের নামে মার্কিন বাহিনী আফগানিস্তানে আগ্রাসন চালায় কিন্তু ১৭ বছর পরও তারা লক্ষ্য অর্জন করতে পারে নি। বিবিসি গত মাসে এক জরিপে বলেছে যে, আফগানিস্তানের প্রায় ৭০ ভাগ এলাকায় তালেবানের তৎপরতা রয়েছে।
অনেক আন্তর্জাতিক বিশ্লেষক বলছেন, আমেরিকা প্রকৃতপক্ষে তালেবানকে উৎখাতের জন্য আফগানিস্তানে আগ্রাসন চালায় নি বরং ইরান, রাশিয়া ও চীনকে লক্ষ্য করে তারা আফগানিস্তানে সামরিক উপস্থিতি নিশ্চিত করেছে। এ ক্ষেত্রে তালেবানকে তারা শুধুমাত্র অজুহাত হিসেবে ব্যবহার করেছে।
এইচজে