মুজাহিদুল ইসলাম: চিন-সরকার বর্তমানে বেশ কিছু গ্রামীণ অঞ্চলে উলঙ্গ নর্তকীদের নৃত্য নিষিদ্ধ করেছে।
চিনের সংষ্কৃতি মন্ত্রণালয় জানায়, শেষকৃত্যানুষ্ঠান ও বিবাহানুষ্ঠানে অশ্লীল ও উলঙ্গ নৃত্য বন্ধ করাই তাদের লক্ষ্য।
চিনপরিচালিত গ্লোবাল টাইমস জানায়, নর্তকীরা শেষকৃত্যানুষ্ঠানে শোকার্ত মানুষদের লক্ষ্য করে গালি ও হাততালি দেয়, পুরুষদের যৌনসুড়সুড়ি দেয় আবার তাদের কোন ছবিও তুলতে দেয় না।
চিনা মন্ত্রণালয় ইতোমধ্যে চিয়াংসু, হপেই, আনহই ও হনান প্রদেশের ১৯ টি শহরে উলঙ্গ নর্তকীদের অনুষ্ঠান বন্ধে হট লাইন চালু করেছে।
আবার চিনের কোন কোন গ্রামীণ সমাজ মনে করে, নর্তকীদের পস্হিতি শেষকৃত্যানুষ্ঠানে অধিক মানুষের উপস্হিত নিশ্চিত করে, যা মূলত -তাদের মতে- মৃত ব্যক্তিকে সম্মান জানানের একটা মাধ্যম।
গ্লোবাল টাইমস আরো জানায়, শেষকৃত্যানুষ্ঠানে শুধু উলঙ্গ নর্তকীদের আনা হয় না, বরং মাঝে মাঝে কৌতুক অভিনেতা, সিঙ্গার ও গিটারিস্টকেও আনা হয়।
কয়েকজন উলঙ্গ নর্তকীর বিরুদ্ধে উলঙ্গ নৃত্য পরিবেশনের অভিযোগে আদালতে ওঠার পর ২০১৫ বেইজিং প্রথম উলঙ্গ নৃত্য পরিবেশন নিষিদ্ধ করে।
‘হবেই’ প্রদেশের এক শেষকৃত্যানুষ্ঠানের প্রতক্ষ্যদর্শী বলেন, নর্তকীরা খোলামেলা পরিধান করে রাতের বেলায় পাবলিক স্পেসে মঞ্চে নৃত্য করে।
সূত্র: স্পুটনিক আরবি