আওয়ার ইসলাম: ফের বোকো হারামের হামলার ঘটনা ঘটেছে নাইজেরিয়ায়। এতে ১১ জন স্কুল ছাত্রী নিখোঁজ হয়েছেন।
দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় ইয়োব প্রদেশের একটি স্কুলে গত সোমবার এ ঘটনা ঘটে। এ ঘটনায় আরো অনেকে অপহরণ হওয়ার আশঙ্কা প্রকাশ করেছে।
ইয়োবের পুলিশ কমিশনার আবদু মালিকি সুনমুনু আলজাজিরাকে জানান, সোমবার প্রদেশের দাপচি শহরের একটি মাধ্যমিক স্কুলে বন্দুকধারীরা হামলা চালালে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তারা পালাতে বাধ্য হন।
পরদিন মঙ্গলবার স্কুলে ১১১ ছাত্রী অনুপস্থিত ছিল। তবে তাদের অপহরণ করা হয়েছে কি না, তা নিশ্চিত জানা যায়নি। তিনি এ ঘটনাটিকে ‘খুব সংবেদনশীল পরিস্থিতি’ বলে মন্তব্য করেন।
ইয়োবে প্রদেশের গভর্নরের মুখপাত্র আবদুল্লাহি বেগো জানান, হামলার পর অপহৃত ছাত্রীদের কয়েকজনকে গত বুধবার উদ্ধার করেছে দেশটির সেনাবাহিনী।
এ ঘটনাটি শিক্ষার্থীদের অভিভাবকদের মনে ভয়ের সৃষ্টি করছে। তাঁরা বলছেন, এটি তাঁদের ২০১৪ সালে হওয়া অপহরণের ঘটনাকে স্মরণ করিয়ে দিচ্ছে। ওই সময় চিবুক শহর থেকে ২৭৬ স্কুলছাত্রীকে অপহরণ করে বোকো হারাম।
টিএ