আওয়ার ইসলাম
আন্তর্জাতিক ডেস্ক
ইরানি কালচারাল সেন্টারের উদ্যোগে এবং বার্লিনের হুমবোল্ট বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় জার্মানিতে ‘ইউরোপীয় সমাজে মুসলিম নারীদের ভূমিকা’ শীর্ষক প্রথম বিষয়ভিত্তিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
পশ্চিমা সমাজে মুসলিম নারীদের সামনে বিদ্যমান বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সমস্যা ও বাধার পর্যালোচনাসহ বিভিন্ন লক্ষ্য নিয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
ইরানের ইসফাহান প্রদেশের আযাদ বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল সোশ্যালজির পিএচডির শিক্ষার্থী শারারাহ আব্দুল হুসাইন যাদেহ এ সভায় উদ্বোধনী বক্তব্য রাখেন। তিনি তার বক্তব্য সামাজিক যোগাযোগের ওয়েব সাইটসমূহে নারীদের সরব উপস্থিতির কথা উল্লেখ করেন।
এরপর বক্তব্য রাখেন ইরানের কোম শহরে ‘বাকেরুল উলুম’ বিশ্ববিদ্যালয়ের Interdisciplinary studies ডিপার্টমেন্টের চেয়ারম্যান আলী নাবি যাদেহ।
এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বার্লিনের হুমবোল্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মালাকেহ শাহি, বেলজিয়ামের ঘেন্ট বিশ্ববিদ্যালয়ের মাহদিয়েহ খেয়াবানি এবং বার্লিনের HTW বিশ্ববিদ্যালয়ের ফারজানা যৌকি।
অারএম