আওয়ার ইসলাম: তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এর্দোগান বলেছেন, আগামী কয়েক দিনের মধ্যেই সিরিয়ার আফরিন শহর ঘিরে ফেলা হবে। আজ মঙ্গল বার ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির সংসদ সদস্যদের সঙ্গে এক বৈঠকে তিনি এ কথা বলেন।
আফরিন শহর অবরুদ্ধ হয়ে গেলে কুর্দি গেরিলা ও সিরিয়ার সরকারের মধ্যে সেনা পাঠানো সংক্রান্ত আলোচনাও বন্ধ হয়ে যাবে বলে তিনি মন্তব্য করেন।
এর্দোগান আরও বলেছেন, "আমরা সেখানে জ্বালাও-পোড়াও করতে যায় নি।" এ অভিযানের ফলে তুরস্কে আশ্রয় নেয়া সিরিয় শরণার্থীদের জন্য একটি নিরাপদ এলাকা সৃষ্টি হবে বলে তিনি জানান।
তিনি বলেন, তুর্কি বাহিনীর অভিযান আরও জোরদার হবে। আফরিন শহর অবরুদ্ধ হয়ে গেলে গেরিলাদের প্রতি বাইরের কোনো সহযোগিতার পথ বন্ধ হয়ে যাবে বলে তুরস্ক আশা করছে। কুর্দি গেরিলা গোষ্ঠী ওয়াইপিজি'র সঙ্গে সমঝোতার ভিত্তিতে সিরিয়ার সরকারি বাহিনী আফরিনে প্রবেশ করতে পারে বলে খবর প্রকাশিত হওয়ার পর তিনি এসব কথা বললেন।
গত ২০ জানুয়ারি থেকে সিরিয়ার আফরিন এলাকায় সামরিক অভিযান শুরু করেছে তুরস্কের বাহিনী।
এইচজে