আওয়ার ইসলাম : ইরানকে বিশ্বের জন্য সবচেয়ে বড় হুমকি বলে মন্তব্য করছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গতকাল রোববার জার্মানির মিউনিখে চলমান নিরাপত্তা সম্মেলনে দেওয়া ভাষণে এই মন্তব্য করেন তিনি।
এ সময় একটি ড্রোনের ধ্বংসাবশেষ হাতে নিয়ে হাজির হয়েছিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। ড্রোনটি ইরান ইসরায়েলে পাঠিয়েছিল দাবি করে তিনি বলেন, ইসরায়েল তার আশেপাশের অঞ্চল নিয়ে ইরানকে নাক গলাতে দিবে না।
বক্তব্যে নেতানিয়াহু ২০১৫ সালে করা ইরানের পরমাণু চুক্তিকে জার্মানির নাৎসি বাহিনী নিয়ন্ত্রণের জন্য করা মিউনিখ চুক্তির সঙ্গে তুলনা করেন। তিনি বলেন, ওই চুক্তির মাধ্যমে বিপজ্জনক ইরানি বাঘকে মুক্ত করে দেওয়া হয়েছে।
সম্মেলনে ইরানের প্রতিনিধি ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জাফরিকে মিথ্যাবাদী বলে অ্যাখ্যা দেন নেতানিয়াহু।