আওয়ার ইসলাম: তিব্বতে বৌদ্ধদের পবিত্র ও প্রাচীন উপাসনালয় জোখাং মঠে আগুন লেগেছে। এই মঠটি 'ইউনেসকো ওয়াল্ড হেরিটেজ'র অন্তর্ভূক্ত। শনিবার সন্ধ্যার এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এ তথ্য নিশ্চিত করেছে।
জানা গেছে, শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে মঠে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। কিন্তু খুব দ্রুত আগুন নিভিয়ে ফেলা হয়। মঠটির ১৩শ’ বছরের বেশি পুরনো ইতিহাস রয়েছে। এটি প্রাচীন লাসার প্রাণকেন্দ্রে অবস্থিত।
এদিকে, তিব্বত ডেইলি জানিয়েছে, আগুন দ্রুত নিভিয়ে ফলা হয়। এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি। এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’
তারা জানায়, খবর পেয়ে তিব্বতের শীর্ষ কমিউনিস্ট পার্টির কর্মকর্তা উ ইংজি দ্রুত ঘটনাস্থলে পৌঁছেন।
সূত্র : সিনহুয়া/এইচজে