আওয়ার ইসলাম: রাজনীতিতে একটা কথা আছে- রাজনীতিতে নামলে আপনার হাত নোংরা করতেই হবে। এখানে অবশ্য বর্জ্য-আবর্জনায় হাত নোংরা করার কথা বলা হয়নি। তবে এবার ভারতের বিজেপি'র এক এমপিকে আক্ষরিক অর্থেই হাত নোংরা করতে দেখা গেলো।
সম্প্রতি এমপি জনার্দন মিশ্রার একটি ভিডিও ভাইরাল হয়ে গেছে। মধ্য প্রদেশের রেওয়ার একটি স্কুলের টয়লেটে ঢুকে প্যানটাকে খালি হাতেই পরিষ্কার করতে দেখা গেলো তাকে। ভারতীয় সংবাদ সংস্থা ভিডিওটি প্রথম শেয়ার করে। সেখানে মিশ্রাকে রেওয়ার খাজুহা গ্রামের একটি স্কুলের টয়লেট পরিষ্কার করতে দেখা যায়।
একেবারে খালিহাতে সরকারি দলের নেতাকে এ কাজ করতে দেখা গেছে। এসব কাজে নিয়োজিত পরিচ্ছন্নতা কর্মীরাও হাতে গ্লাভস লাগিয়ে কিংবা ব্রাশ বা দরকারি যন্ত্রপাতি দিয়ে কাজ করেন। কিন্তু সেখানে হাত লাগালেন এমপি। ওই টয়লেটের প্যানে মাটি আটকে ছিল। বর্জ্য নিষ্কাসনব্যবস্থা আটকে যায়।
ভিডিওটি ১৬০০ বার রিটুইট হয়েছে। লাইক পড়েছে ৩০০০টি। গত রাতে এটি পোস্ট হওয়ার পর থেকে ৩০ হাজারের বেশিবার দেখা হয়েছে। অনেকেই মিশ্রার এমন কাজকে সাধুবাদ জানিয়েছেন।
এই নেতা মূলত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির 'সোয়াচ ভারত' মিশনের একনিষ্ঠ সমর্থক। তাকে রেওয়ার রাস্তা ঝাড়ু দিতেও দেখা গেছে।
সূত্র : টাইমস অব ইন্ডিয়া/এইচজে