আওয়ার ইসলাম: ঢাকার বিরুলিয়ায় নির্মাণাধীন ‘শায়খ আবুল হাসান আলী নদভী রহ. ইসলামিক রিসার্চ সেন্টার’ পরিদর্শন ও সেন্টারের জন্য বিশেষ দুআ করেন বৃটিশ বিরোধী আন্দোলনের রূপকার শহীদে বালাকোট আমীরুল মুজাহিদীন হজরত সৈয়দ আহমদ শহীদ বেরেলবী রহ. এর অধস্তন বংশধর ও বিংশ শতাব্দীর মুফাক্কিরে ইসলাম শায়খ আবুল হাসান আলী নদভী রহ. এর প্রপুত্র আল্লামা সাইয়েদ বিলাল আবদুল হাই হাসানি নদভি ও আল্লামা সাইয়েদ মাহমুদ হাসান হাসানি নদভি।
দুআয় উপস্থিত ছিলেন দারুল উলূম নদওয়াতুল উলামার উস্তাজ মাওলানা ইস্তেফাউল হাসান কান্ধলভী নদভী, মাওলানা উমায়ের হাসান হাসানী নদভী, শায়খ নদভীর দুই খলীফা মাওলানা মুহাম্মদ সালমান ও মাওলানা জুলফিকার আলী নদভী।
আরো উপস্থিত ছিলেন মাওলানা উবায়দুল কাদের নদভী, মাওলানা নাজমুদ্দিন, মাওলানা আব্দুর রব, মাওলানা ইলিয়াস নদভী, মাওলানা শহীদুল ইসলাম নদভী, ড. মিজানুর রহমান, মাওলানা তৌহিদুর রহমান প্রমুখ।
‘চ্যালেঞ্জ মুকাবিলায় বুদ্ধিবৃত্তিক লড়াইয়ে আলেমদের নেতৃত্ব দিতে হবে’