আওয়ার ইসলাম: ফিলিস্তিনের গাজায় সব হাসপাতালে স্বাস্থ্য বিষয়ক সেবা পঞ্চম দিনের মতো স্থগিত থাকায় অন্তত পাঁচশ জনের অপারেশন আটকে আছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আসরাফ কেদরা এক সংবাদ সম্মেলনে বলেন, হাসপাতালগুলোতে স্বাস্থ্য বিষয়ক সেবা স্থগিত থাকা এবং নিরাপদ স্বাস্থ্য পরিবেশের অভাবের কারণে পঞ্চম দিনের মতো চিকিৎসা দেওয়া বন্ধ আছে। ফলে ভোগান্তিতে পড়েছেন বহু রোগী।
তিনি আরো বলেন, প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতে দাঁতের চিকিৎসা এবং বিভিন্ন পরীক্ষাও আটকে আছে। ফলে বিনা চিকিৎসায় দিন পার করছেন অনেকে।
জানা গেছে, দীর্ঘ পাঁচ মাস ধরে হাসপাতালগুলো বিল পরিশোধ না করার জেরে বিভিন্ন স্বাস্থ্য সেবা বিষয়ক সরঞ্জামাদি গাজায় যেসব কোম্পানি সরবরাহ করে থাকে, তারা সেখানে তাদের কার্যক্রম বন্ধ রেখেছে। ফলে এ ধরনের সমস্যার সৃষ্টি হয়েছে।
এইচজে