শনিবার, ৩০ নভেম্বর ২০২৪ ।। ১৫ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
জুমার খুতবার আগে ব্রেন স্ট্রোক, রাতে ইন্তেকাল তরুণ ইমামের জামিয়া গহরপুরের ফুজালা ও প্রাক্তনদের আয়োজনে ‘মাহফিলে নূর’ সম্প্রীতির বাংলাদেশে অসাম্প্রদায়িক সকল অপশক্তিকে রুখে দিতে হবে: ছাত্র জমিয়ত চিন্ময়ের মুক্তি চাওয়া বাংলাদেশের বিরুদ্ধে ভারতের উলম্ব অভিযান: রিজভী মতিঝিল থানা হেফাজতে ইসলামের কমিটি গঠন এডভোকেট হত্যার বিচার ও ইসকন নিষিদ্ধের দাবিতে চাঁদপুর পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ ‘সংবিধানে কুরআন-সুন্নাহর সাথে সাংঘর্ষিক কোন কিছু রাখা যাবে না’ চাঁদপুর জেলা সিরাত সম্মেলন আগামীকাল, থাকছেন হেফাজত আমীর চট্টগ্রামে ইসকন নিষিদ্ধের দাবিতে হেফাজতের বিক্ষোভ-সমাবেশে জনস্রোত মৌলভীবাজারে আইনজীবী হত্যা ও ইসকনকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল

ঘুষ লেনদেনর অভিযোগে ফাঁসছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ঘুষ লেনদেন এবং বিশ্বাসভঙ্গের অভিযোগ এনেছে দেশটির পুলিশ বিভাগ, যা তার রাজনৈতিক ক্যারিয়ারকে হুমকির মুখে ফেলে দিতে পারে।

এক বিবৃতিতে ইসরায়েল পুলিশ জানায়, ঘুষ, প্রতারণা এবং ক্ষমতার অপব্যবহারের দুটি পৃথক মামলায় নেতানিয়াহুর বিরুদ্ধে যথেষ্ঠ তথ্য প্রমাণ তাদের হাতে আছে। আর তাই মামলার প্রক্রিয়া এগিয়ে নিতে অ্যাটর্নি জেনারেলের বরাবর একটি চিঠিও দিয়েছেন তারা।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, ঘুষের বিনিময়ে নিজের ঘনিষ্ঠ বন্ধুদের বিভিন্ন সময় সুযোগ-সুবিধা দেওয়া এবং গণমাধ্যমকে নিজের পক্ষে প্রচারণা চালাতে বাধ্য করেছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী।

উল্লেখ্য, ১৪ মাস তদন্তের পর পুলিশ দেশটির প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এই অভিযোগ উত্থাপন করে।এখন এটর্নি জেনারেল এ বিষয়ে সাক্ষী-প্রমাণ গ্রহণের উদ্যোগ নিবেন। এরপরই আদালত রায় দিবে নেতানিয়াহুর ব্যাপারে।এর জন্য হয়তো কয়েক মাস সময় লাগতে পারে।

এই অভিযোগ ওঠার পরপরই ইসরাইলি মিডিয়ায় তোলপার পড়ে যায় এবং গুজব ছড়িয়ে পড়ে যে, দেশটির প্রধানমন্ত্রী শীঘ্রই পদত্যাগ করতে বাধ্য হচ্ছেন।

এদিকে, নেতানিয়াহুর ঘুষ-দুর্নীতির বিরুদ্ধে তেল আবিবে বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীরা নেতানিয়াহুর বাড়ির সামনে সমবেত হয়ে তার গ্রেফতারের দাবিতে স্লোগান দেন। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির আনুষ্ঠানিক অভিযোগ আনা হবে বলে পুলিশের ঘোষণার পর এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

তবে নেতানিয়াহু তাৎক্ষণিক এক সাংবাদিক সম্মেলন ডেকে তার বিরুদ্ধে আনা অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করে বলেন, ভিত্তিহীনভাবে তার বিরুদ্ধে অভিযোগ তোলা হচ্ছে।তিনি আরো বলেন, তাকে ক্ষমতাচ্যূত করার জন্য দীর্ঘদিন যাবতই অপচেষ্টা হচ্ছে, কিন্তু তা সফল হবে না।  সূত্র: দি গার্ডিয়ান


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ