পর্তুগালের পুলিশ এক ব্যক্তিকে আটক করেছে যিনি কৃত্রিম নিতম্ব বানিয়ে তার মধ্যে কোকেন ভরে পাচার করার চেষ্টা করছিলেন। ঘটনাটি ঘটেছে লিসবনের আন্তর্জাতিক বিমানবন্দরে। খবার বিবিসি বাংলার
জানা যায়, ব্রাজিলের ওই নাগরিক কৃত্রিম নিতম্ব তৈরি করে তার ভেতর এক কিলোগ্রাম কোকেন ভরে ব্রাজিলের উত্তরাঞ্চলীয় শহর বেলেম থেকে পর্তুগালের উদ্দেশ্যে রওনা দেন।
কিন্তু বিমান বন্দরে তিনি পুলিশের হাতে ধরা পড়ে যান।
দক্ষিণ আমেরিকা থেকে নিয়মিতভাবে ইউরোপের বিভিন্ন দেশে মাদক পাচারের চেষ্টা চালানো হয়।
গত মাসে পর্তুগাল এবং স্পেনের পুলিশ দক্ষিণ আমেরিকা থেকে তাজা আনারসের একটি চালান আটক করে যার মধ্যে কোকেন লুকানো ছিল।
সন্তান লালন পালনে ভুল করছেন না তো?