মুহাম্মাদ শোয়াইব: ইন্দোনেশিয়ার মুসলিম নারী শিল্পী ফফি যাবিদি নিউইয়র্কে মুসলিম নারীদের পোশাকের প্রদর্শন করার জন্য প্রদর্শনীর আয়োজন করেছেন।
জানা যায়, যাবিদী ২০১১ সালে ইসলামি মূল্যবোধ অনুযায়ী মুসলিম নারীদের জন্য পোশাক তৈরির কাজ শুরু করেন। এরপর তিনি সর্বপ্রথম সেগুলো তার নিজ দেশ ইন্দোনেশিয়ায় প্রদর্শন করেন। প্রদর্শনির পর পোশাকগুলো ব্যাপক সারা ফেলতে সক্ষম হয়।
চাহিদা বেড়ে যায় দেশে ও দেশের বাইরে। তাই এবার তিনি নিউইয়র্কেও সেসব পোশাক প্রদর্শন করার জন্য ‘পোশাক প্রদর্শনীর’ ব্যবস্থা করেছেন।
সূত্র: শাফাকনা ডটকম