আওয়ার ইসলাম : একাদশ জাতীয় সংসদ নির্বাচন সবার অংশগ্রহণের মাধ্যমে যেন বিশ্বে মাইলফলক হয়ে থাকে সেই আহ্বান জানান সংসদের বিরোধী দলের এমপিরা।তারা বলেন, সব দলের অংশগ্রহণে আগামী নির্বাচন চান জাতীয় পার্টি।
রোববার (১১ ফেব্রুয়ারি) রাতে সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনিত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে একথা বলেন বিরোধী দলীয় প্রধান হুইপ তাজুল ইসলাম চৌধুরী ও সালমা ইসলাম।
তাজুল ইসলাম চৌধুরী বলেন, আমরা চাই দেশে গণতন্ত্র থাকুক, এরশাদ সাহেবও চাইছেন গণতন্ত্র থাকুক। আর এ গণতন্ত্রের জন্য জাতীয় পার্টি সবকিছু করবে। আমরা চেষ্টা করবো আগামী নির্বাচনে অংশগ্রহণের মধ্য দিয়ে দেখিয়ে দেবো এটা গণতন্ত্রের দেশ।
তিনি বলেন, আমরা চাই আগামী নির্বাচন সুষ্ঠু পরিবেশে সুষ্ঠুভাবে হোক, যাতে আমরা সবাই অংশগ্রহণ করতে পারি এবং গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করে আনতে পারি।
বিরোধী দলীয় প্রধান হুইপ সব রাজনৈতিক দলের উদ্দেশ্যে বলেন, আসুন গণতন্ত্রের জন্য একসঙ্গে কাজ করি। আর যারা গণতন্ত্রবিরোধী কাজ করছে, যারা জ্বালাও-পোড়াও করছে তাদের আমরা ত্যাগ করি। আসুন সবাই মিলে দেশটাকে আরও উন্নতির দিকে নিয়ে যাই। আগামী নির্বাচনে সবার অংশগ্রহণের অনুরোধ জানাচ্ছি।
/কেএল