আওয়ার ইসলাম
রাহাবার মাল্টিমিডিয়া লিমিটেড-এর আয়োজনে চ্যানেল নাইনে সম্প্রচারিত ইসলামী জ্ঞানের জনপ্রিয় মেগা রিয়েলিটি শো “আলোকিত জ্ঞানী”র ২০১৭ সালের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী তিনজনকে নিয়ে রাহাবার মাল্টিমিডিয়ার ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মাদ ইকবাল সৌদি আরব যাত্রা করেছেন।
জনপ্রিয় টিভি শো “আলোকিত জ্ঞানী”র তৃতীয় সিজনে প্রথম,দ্বিতীয়,তৃতীয় হয়েছিলেন যথাক্রমে মিজানুর রহমান খান, হাফিয মাওলানা নাজমুল হাসান, শরীফুল ইসলাম জাবের। জনপ্রিয় উপস্থাপক ও রাহাবার মাল্টিমিডিয়ার চেয়ারম্যান হাফেজ মুফতী সাইফুল ইসলাম এর উপস্থাপনায় অনুষ্ঠিত ইসলামী জ্ঞানের এই প্রতিযোগিতায় প্রথম তিনজনের পুরস্কার ছিল, পবিত্র উমরা ও নগদ তিন,দুই, একলক্ষ টাকা। উমরাহ পার্টনার আবাবীল হজ্জ গ্রুপ লি।৪র্থ সিজনের উদ্বোধনের কথা রয়েছে মদিনা মোনাওয়ারায়। সম্মাননার আয়োজন করেছে মদিনা বিশ্ব বিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষার্থীবৃন্দ।
উল্লেখ্য,গত বছর প্রথম ও দ্বিতীয় সিজনের বিজয়ী ছয়জন পুরস্কার হিসাবে উমরাহ পালন করেন। এ বছরও চতুর্থ সিজনের রেজিস্ট্রেশন অল্পকিছুদিনের মধ্যেই শুরু হবে। ১৮ বছরের বেশি বয়সের যে কোনো পুরুষ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারেন। অনুষ্ঠানটি রমাযান মাসে প্রতিদিন ইফতারের পূর্বে চ্যানেল নাইনে সম্প্রচারিত হবে।
/এটি