আওয়ার ইসলাম: ঢাকায় সফররত ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন বলেছেন, রোহিঙ্গা সমস্যা মনুষ সৃষ্ট বিপর্যয়। সশ্লিষ্টদের রাজনৈতিক সদিচ্ছা, সহনশীলতা ও সহযোগিতার মাধ্যমে এই সংকটের অবসান সম্ভব।
বরিস জনসন বলেন, এই মানুষগুলো যে ভয়াবহতার মধ্য দিয়ে গেছে সেই অভিজ্ঞতা আমি নিজ কানে শুনতে এবং তাদের অবস্থা স্বচক্ষে দেখতে চাই।
এই মানবিক সংকটের সুরাহায় সবাই মিলে কীভাবে কাজ করা যায় সে বিষয়ে আমি স্টেট কাউন্সেলর অং সান সু চি ও অন্যান্য আঞ্চলিক নেতাদের সঙ্গে কথা বলব।
আজ শনিবার বিকালে ঢাকায় পৌঁছে এক বিবৃতিতে এ সকথা বলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন।
শুক্রবার বিকাল ৫টার দিকে ঢাকার শাহজালাল মিানবন্দরে পৌঁছালে পররাষ্ট্র সচিব (দ্বিপক্ষীয়) কামরুল আহসান, ইউরোপ উইংয়ের মহা পরিচালক মোহাম্মদ খোরশেদ আলম খাস্তগির এবং ঢাকায় ব্রিটিশ হাই কমিশনার অ্যালিসন ব্লেক তাকে স্বাগত জানান।
ঢাকায় পৌঁছে তিনি সন্ধ্যা সাড়ে ৭টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে এই বৈঠক করেন। পররাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাত শেষে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করেন।
এসএস/