আওয়ার ইসলাম: আজ বৃহস্পতিবার পটুয়াখালীর লেবুখালীতে দেশের ৩১তম সেনানিবাসে সেনাবাহিনীর সদস্যদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সম্পদ লুটপাট করতে ক্ষমতায় আসেনি। ক্ষমতায় এসেছি দেশের উন্নয়ন করতে।
প্রধানমন্ত্রী বলেন, সংবিধান ও সার্বভৌমত্ব রক্ষায় যেকোনো মুহূর্তে যেকোনো হুমকি মোকাবেলায় সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে হবে। ২০২১ সালে দেশ মধ্যম আয়ের দেশে রূপান্তর হবে।
প্রধানমন্ত্রী বলেন, মানুষের সম্পদ লুটপাট করতে ক্ষমতায় আসিনি। ২১ বছর সশস্ত্র বাহিনীর উন্নয়নে তখনকার সরকার কোনও পদক্ষেপ নেয়নি। আওয়ামী লীগ ক্ষমতায় এসে সশস্ত্র বাহিনীকে আধুনিকায়নের পরিকল্পনা বাস্তবায়ন করেছে।
বৃহস্পতিবার সকালে পটুয়াখালীর লেবুখালীতে দেশের ৩১তম সেনানিবাস উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৩১তম সেনানিবাসটির নামকরন করা হয়েছে শেখ হাসিনা সেনানিবাস।
এর আগে সকাল সোয়া ১১টার সময় প্রধানমন্ত্রী হেলিকপ্টারে করে পটুয়াখালী জেলার লেবুখালীতে স্থাপিত শেখ হাসিনা সেনানিবাসে পৌঁছান। সেনানিবাস উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী ৭ পদাতিক ডিভিশনসহ ১১টি ইউনিটের পতাকা উত্তোলন অনুষ্ঠানে যোগ দেন।
এইচজে