শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
মসজিদে নববীর আদলে হবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ: ধর্ম উপদেষ্টা খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত নতুন নির্বাচন কমিশনকে বিগত কমিশন থেকে শিক্ষা নিতে হবে: মুফতী ফয়জুল করীম লালপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও বাড়ি ভাংচুরের অভিযোগ জনতার চেয়ারম্যান সৈয়দ তালহাকে সুনামগঞ্জ ৩ আসনে জমিয়তের প্রার্থী ঘোষণা কুরআন-হাদিসের ভিত্তিতেই হতে হবে সংস্কার: বায়তুল মোকাররমের খতিব ইসলামী সঙ্গীত সম্রাট আইনুদ্দীন আল আজাদ রহ.-এর বাবার ইন্তেকাল কুরআন-সুন্নাহর আইন ছাড়া দেশে শান্তি আসবে না : মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী শীত ও শৈত্যপ্রবাহ নিয়ে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস ফ্যাসিবাদ বারবার ফিরে আসবে, সতর্ক থাকতে হবে: গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা

জেরুজালেম ইস্যুতে ট্রাম্প কখনও সফল হবেন না

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অাওয়ার ইসলাম
আন্তর্জাতিক ডেস্ক

পোপ ফ্রান্সিসের সঙ্গে সাক্ষাতে জেরুজালেমকে ইসরায়েলি রাজধানী ঘোষণার ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়্যিপ এরদোগান। তিনি বলেছেন, মার্কিন প্রেসিডেন্টের ওই সিদ্ধান্ত কখনও বাস্তবায়িত হবে না।

পোপ ফ্রান্সিসের সরকারি বাসভবন অ্যাপোস্টোলিক প্যালেসে অনুষ্ঠিত রুদ্ধদ্বার বৈঠকে জেরুজালেম ইস্যু ছাড়াও সন্ত্রাসবাদ, শরণার্থী সমস্যা, সিরিয়া সংকট, মধ্যপ্রাচ্য পরিস্থিতি, আন্তঃধর্মীয় সম্পর্কের মতো নানা বিষয়ে কথা বলেন দুই নেতা। সিরিয়ার আফরিন ছিটমহলে কুর্দি বিদ্রোহীদের বিরুদ্ধে তুরস্কের অপারেশন অলিভ ব্রাঞ্চ নিয়েও পোপকে অবহিত করেন তুর্কি প্রেসিডেন্ট।

২০১৭ সালের ৬ ডিসেম্বর জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে মার্কিন স্বীকৃতির ঘোষণা দেন ট্রাম্প। মুসলিম বিশ্ব ছাড়াও ইউরোপসহ দুনিয়াজুড়ে তার ওই ঘোষণা ব্যাপক সমালোচনার জন্ম দেয়। পোপ ফ্রান্সিসও রয়েছেন এই সমালোচকদের তালিকায়। ওই অবস্থানের জন্য পোপকে ধন্যবাদ জানান এরদোগান। পোপও জেরুজালেম ইস্যুতে নেওয়া অবস্থান এবং শরণার্থীদের পাশে দাঁড়ানোর জন্য এরদোগানের প্রশংসা করেন।

আলোচনায় বিদেশিদের সম্বন্ধে অহেতুক ভয় এবং ইসলাম বিদ্বেষ বা ইসলামভীতি দূর করত সমন্বিত প্রচেষ্টা চালানো নিয়েও কথা বলেন দুই নেতা। উভয়েই জোর দিয়ে বলেন, ইসলামকে সন্ত্রাসবাদের সমার্থক হিসেবে তুলে ধরা ভুল পদক্ষেপ। সব পক্ষকেই উসকানিমূলক মিথ্যাচার থেকে বিরত থাকতে হবে।

এরদোগান বলেন, তুরস্ক ক্যাথলিক খ্রিস্টানসহ সব ধর্মের মানুষ শান্তিতে বসবাস করছেন।

ফিলিস্তিন ইস্যুতে ভ্যাটিকান সিটি সবসময়ই দুই রাষ্ট্র সমাধানকে সমর্থন করে। ফিলিস্তিনিরা পূর্ব জেরুজালেমকে তাদের ভবিষ্যৎ রাজধানী হিসেবে বিবেচনা করে।

ভ্যাটিকান সফরে যাওয়ার আগে এরদোগান বলেন, জেরুজালেম ইস্যুতে যুক্তরাষ্ট্র নিজেকে পুরো দুনিয়া থেকে বিচ্ছিন্ন করে ফেলেছে।  সাংবাদিকদের তিনি বলেন, ‘জেরুজালেমকে ফিলিস্তিনি রাজধানী হিসেবে মেনে নেওয়া উচিত। আমরা এটা নিয়ে কাজ করবো।’

সূত্র : দ্য ইন্ডিপেন্ডেন্ট

/এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ