শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে চক্রান্ত করছেন: মজলিস মহাসচিব ডেঙ্গুতে এক সপ্তাহে ৩১ জনের মৃত্যু, আক্রান্ত ৬২৩০ মসজিদে নববীর আদলে হবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ: ধর্ম উপদেষ্টা খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত নতুন নির্বাচন কমিশনকে বিগত কমিশন থেকে শিক্ষা নিতে হবে: মুফতী ফয়জুল করীম লালপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও বাড়ি ভাংচুরের অভিযোগ জনতার চেয়ারম্যান সৈয়দ তালহাকে সুনামগঞ্জ ৩ আসনে জমিয়তের প্রার্থী ঘোষণা কুরআন-হাদিসের ভিত্তিতেই হতে হবে সংস্কার: বায়তুল মোকাররমের খতিব ইসলামী সঙ্গীত সম্রাট আইনুদ্দীন আল আজাদ রহ.-এর বাবার ইন্তেকাল কুরআন-সুন্নাহর আইন ছাড়া দেশে শান্তি আসবে না : মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী

ইরানের কত শতাংশ নারী হিজাবের বিরুদ্ধে?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সাখাওয়াত উল্লাহ : ইরানে প্রায় অর্ধেক নারীই হিজাব বাধ্যতামূলক আইনের বিরুদ্ধে বলে একটি জরিপে জানানো হয়েছে। ইরানি সরকার থেকে একটি তিন বছর পুরনো রিপোর্টে এ তথ্য জানা যায়।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন একটি প্রতিবেদনে জানায়, প্রায় ৪৯.২ শতাংশ ইরানি নারী হিজাবকে বাধ্যতামূলক হিসেবে রাখতে চায় না। তাদের দাবি, এটি সম্পূর্ণ তাদের নিজস্ব সিদ্ধান্ত। ইরানের সরকারি এই সমীক্ষায় ১১৬৭ জন অংশগ্রহণ করেছিলেন।

সানাম ভাকিল ইরান সম্পর্কে বহু বছর ধরে গবেষণা করছেন। তিনি সিএনএনকে বলেন, ‘এই রিপোর্ট প্রকাশ করে রূহানি হয়ত চেষ্টা করছে মানুষকে বোঝাতে যে তিনি সবার কথা শুনছেন এবং এই সমস্যা সমাধানে তিনি পদক্ষেপ গ্রহণ করতে যাচ্ছেন।

অন্যদিকে অন্যান্য নেতারা তাদের ধারণা এবং ইচ্ছা অন্যদের ওপর চাপিয়ে দিচ্ছে।‘

এরপর তিনি বলেন, ‘মানুষ হয়ত এই রিপোর্ট প্রকাশে ইরানি সরকারকে ধন্যবাদ জানাচ্ছে, তবে আমি তাদের প্রশ্ন করতে চাই, এটি আমাদের এই পরিস্থিতিতে আদৌ কোন প্রভাব ফেলবে কিনা।’

১৯৭৯ সাল থেকে বাধ্যতামূলক হিজাব পরিধানের আইন রয়েছে ইরানে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা ও রাষ্ট্রপ্রধান হিসেবে আয়াতুল্লাহ রুহুল্লা খামেনির শাসনকাল শুরুর সময় থেকেই এই আইন বহাল আছে।

ইরানের আইন অনুযায়ী, জনসমক্ষে হিজাব পরিধান না করলে নারীদের জেল অথবা জরিমানা হতে পারে।

বছরের পর বছর এই আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আসছে ইরানি নারীরা। বিগত কয়েক সপ্তাহে নতুন করে এ নিয়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। নারীরা আইনটির প্রতিবাদে জনসমক্ষে তাদের হিজাব খুলে লাঠির আগায় বেঁধে পতাকার মতো উড়িয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। এই বিক্ষোভের কারণে ২৯ জন আটকও করা হয়েছে।

সূত্র: সিএনএন


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ