অাবদুল্লাহ তামিম
আওয়ার ইসলাম
সম্প্রতি দেশের বিভিন্ন পরীক্ষায় লাগাতার প্রশ্নপত্র ফাঁস রোধ করতে না পারায় আবারও শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের পদত্যাগের দাবি উঠেছে সংসদে।
প্রশ্নপত্র ফাঁসের কারণে ব্যর্থতা, দুর্নীতি ও অনিয়ম স্বীকার করে শিক্ষামন্ত্রীকে অবিলম্বে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির সংসদ সদস্য জিয়া উদ্দিন আহমেদ বাবলু। আর তিনি পদত্যাগ না করলে তাকে বরখাস্ত করে নতুন মন্ত্রী নিয়োগ করতে প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি।
সোমবার বিকালে জাতীয় সংসদ অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে জাতীয় পার্টির সংসদ সদস্য জিয়া উদ্দিন আহমেদ বাবলু এই দাবি জানান।
সংসদের অন্যান্য বিরোধী দলীয় সাংসদরা তার এই দাবির প্রতি একমত পোষণ করে তার বক্তব্যে উৎসাহ দেন।
উল্লেখ্য, চলমান এসএসসি পরীক্ষায় পর পর প্রত্যেক দিন প্রশ্ন ফাঁস হওয়ার পর ফাঁস হওয়া প্রশ্নেই তাদের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় দেশের গুণিজনের মাঝে ক্ষোভ তৈরী হয়। আর আজ সংসদেও তার জের ধরে জাতীয় পার্টির সংসদ সদস্য জিয়া উদ্দিন আহমেদ বাবলু দাবি করেন শিক্ষামন্ত্রীর পদত্যাগের।
/এটি