শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫ ।। ২৮ চৈত্র ১৪৩১ ।। ১৩ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
তালিবুল ইলমের আবশ্যকীয় পাঁচটি কাজ পাকিস্তানের সব সমস্যার পেছনে ইহুদি ষড়যন্ত্র থাকে: মাওলানা ফজলুর রহমান বাড়িতে বাবার লাশ রেখে এসএসসি পরীক্ষা দিল নাহিদ মানবতার জন্য আপনিও আসুন সোহরাওয়ার্দী উদ্যানে: শায়খ আহমাদুল্লাহ ইসরায়েলকে প্রতিহত করতে আন্তর্জাতিক উদ্যোগ দরকার: বিএনপি মাদরাসাছাত্রদের কর্মসংস্থানের বিষয়ে কাজ করছে এনসিপি : নাসীরুদ্দীন পাটওয়ারী মুসলিম রাষ্ট্রের ওপর এখন সশস্ত্র ল’ড়াই ফরজ: মুফতি তাকি উসমানি ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি সফল করার আহ্বান শায়খে চরমোনাই’র নড়াইলে ছাত্র-জনতার ওপর হামলা মামলায় আ. লীগের ৪৮ নেতাকর্মী কারাগারে বিনা খরচে আরও কর্মী নেবে জাপান, সমঝোতা স্মারক সই

ঢাবিতে শুরু হলো আন্তর্জাতিক নূরসী সম্মেলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আরবি বিভাগ ও দ্য ইস্তাম্বুল ফাউন্ডেশন ফর সায়েন্স এন্ড কালচার’র যৌথ উদ্যোগে প্রথম আন্তর্জাতিক নূরসী সম্মেলন শুরু হয়েছে সোমবার।  ৫ ফেব্রুয়ারি নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এ সম্মেলন শুরু হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান দু’দিনব্যাপী এই সম্মেলন উদ্বোধন করেন। সম্মেলনের প্রতিপাদ্য হলো ‘লিভিং ইন পিচ এন্ড হারমনি: দি রিসালা-ই নূর পারসপেক্টিভ’।
আরবি বিভাগের চেয়ারম্যান ও সম্মেলনের আহবায়ক অধ্যাপক ড. মোহাম্মদ ইউছুফ-এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান।

মূল বক্তব্য উপস্থাপন করেন তুরস্ক বিজ্ঞান একাডেমির সদস্য এবং তুরস্কের উসকুদার বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আলপারসলান আচিকগেনচ। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভারতের আলিয়াহ্ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ মশিউর রহমান, আন্তর্জাতিক ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া’র ড. এলমাইরা আখমেতোভা, সিংগাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি’র প্রফেসর ড. সাঈদ ফরিদ আলআতাস এবং তুর্কির প্রফেসর ড. ইসহাক অজগেল।

সম্মেলন শুরুতে বদিউজ্জামান সাঈদ নূরসী’র উপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করেন। পরে স্বাগত বক্তব্য দেন সম্মেলনের মহাসচিব ড. আব্দুল্লাহ আল-মা’রূফ। এই সম্মেলনের তাৎপর্য তুলে ধরেন ‘দি ইস্তাম্বুল ফাউন্ডেশন ফর সায়েন্স এন্ড কালচার, তুর্কি’র সমন্বয়ক ড. হাকান গোলরজ।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘দি ইস্তাম্বুল ফাউন্ডেশন ফর সায়েন্স এন্ড কালচার’-এর পরিচালক সেইট ইউসি এমপি, বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত ডেভরিম অজতুর্ক, কলা অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মো. সাজাহান মিয়া, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আসাদুজ্জামান মিয়া প্রমুখ। দু’দিনব্যাপী এই সম্মেলনে দেশি বিদেশি সংশ্লিষ্ট বিশেষজ্ঞগণ তাঁদের জ্ঞানগর্ভ প্রবন্ধ উপস্থাপন করবেন।

এ সময় উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ভাষার মাসে সকল ভাষা শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে আগত অতিথিদের স্বাগত জানান। তিনি বলেন, ইসলামের শান্তি ও সংহতির দর্শন প্রাত্যহিক জীবনে প্রয়োগ করতে হবে। ধর্মীয় গোঁড়ামী কিংবা চরমপন্থার কোন অস্তিত্ব বাংলাদেশে থাকতে পারে না। বাংলাদেশ সাম্প্রদায়িকতাকে প্রশ্রয় দেয় না, সন্ত্রাসবাদ ও উগ্রবাদের বিপক্ষে বাংলাদেশের অবস্থান। তুরস্কের সাথে ভবিষ্যতে যৌথ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও আশা প্রকাশ করেন উপাচার্য।

তিনি আরো বলেন, তুরস্কসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে গবেষণাসহ যেকোন যৌথ কার্যক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সবসময়ই আগ্রহী। আমন্ত্রিত অথিতি ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক ও মিডিয়া কর্মি সহ বিভিন্ন দেশের তরুণ নবীণ ও প্রবীন শিক্ষার্থী ও সাংবাদিক। উপস্থিত ছিলেন আওয়ার ইসলমাম ২৪ ডট কমের প্রধান সম্পাদক মুফতি আমীমুল ইহসান ও বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা গাজি সানাউল্লাহসহ প্রমূখ।

 


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ