আবদুল্লাহ তামিম
আন্তর্জাতিক ডেস্ক
বিয়ের কথা ওঠলেই ব্যয়ের সমুদ্র নেমে আসে সৌদি নাগরিকদের মাথায়। কমিউনিটি সেন্টারগুলোর বিলাসবহুল আয়োজন চোখ ধাঁধিয়ে যায়। বিপুল সংখ্যক অতিথিতে সরব থাকে অনুষ্ঠান।
সৌদি আরবে বিয়ে ব্যয়বহুল করতে নাগরিকদের মধ্যে প্রায়ই প্রতিযোগিতা চলে। দেখানো আয়োজন চলে কে কার থেকে কত বেশি অতিথি দাওয়াত দিতে পারে। কে বেশি সাজ-সজ্জায় অন্যকে ছাড়িয়ে যেতে পারে।
কিন্তু এই ব্যয়বহুল আয়োজন দেখা যায় অধিকাংশই সুদ ভিত্তিক লেনদেনের মাধ্যমে করা হয়। মূলত টাকার দিকে না তাকিয়ে প্রত্যেকেই চায় একসঙ্গে তাদের সব আত্মীয়-সজনকে দেখতে। চায় বিয়ের অনুষ্ঠান স্মরণীয় করতে। তাই তাদের অতিথিরাও মন ভরে আনন্দ করে।
সৌদি আরবের আহমদ আল-সাইদলানী সম্প্রতি বিয়ে করেছেন। বিয়েতে তার আর্থিক খরচের হিসেবে উঠে এসেছে মিডিয়ায়। যা নিয়ে চলছে আলোচনা।
বিয়েতে তার খরচ সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বলেন, ‘আমার প্রাথমিক বাজেট ছিল প্রায় ২ কোটি টাকা (বাংলাদেশি)। আমার ইচ্ছে ছিলো এর মধ্যেই অনুষ্ঠান অ্যাপার্টমেন্ট ভাড়া, আসবাবপত্র বাসরসজ্জা ও খবার-দাবার সব শেষ করবো। কিন্তু সব শেষ করতে আমার প্রায় আরো ৫০ লক্ষ টাকা বেশি খরচ হয়েছে।
বিশেষ করে মেহমান আর সাজসাজ্জা অসাধারণ করতেই এত বেশি খরচ হয় বলে জানান তিনি।
সূত্র: আরব নিউজ