আবদুল্লাহ তামিম
আন্তর্জাতিক ডেস্ক
সৌদি আরবের প্রসিদ্ধ শহর তায়েফের বিশ্ববিদ্যালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ছাড়তে মেয়ে শিক্ষার্থীদের পিতা-মাতা বা অভিভাবকের অনুমতির প্রয়োজন নেই।
তায়েফ বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল টুইটার একাউন্টে এই বিষয়ে ব্যাখ্যা করা হয়, সিদ্ধান্তটি রাজকীয় ডিক্রি নং৩৩৩২৩-এর ফলে দেয়া হয়েছে। সরকারি বিশ্ববিদ্যালয়গুলিকে তাদের অভিভাবকের সম্মতি ছাড়াই মেয়েদেরকে বিদ্যালয় থেকে বের হতে অনুমতি দেয়ার নির্দেশ দেয়া হয় সরকার।
বিশ্ববিদ্যালয়ের প্রশানের বিবৃতিতে জানা যায়, এর আগে এই ধরনের নিয়ম সরকার থেকে আসে নি। বিদ্যালয়ের ছাত্রিদের আন্দোলনের কারণে সরকার এই আইন করতে বাধ্য হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেক্টর বলেন, এই নীতিমালা ছেলে ও মেয়ে উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য হবে।
সৌদি আইনজীবী নুজুদ আল-কাসেম আরব নিউজকে বলেছেন, ‘আমি মনে করি এই সিদ্ধান্তটি একটি সাহসী পদক্ষেপ, ছাত্রদের মধ্যে আস্থা, স্বাধীনতা ও আত্মনির্ভরশীলতার প্রভাব ফেলবে বলে আশা করা যায়। এই আইন তাদের জীবনকে সহজতর করবে। তারা সহজেই তাদের অন্যান্য কর্তব্য পালন করতে সক্ষম হবে।’
তবে, অনেকেই টুইটার এ্যাকউন্টে এই সিদ্ধান্তকে ভালো চোখে দেখছেন না বলে বিভিন্ন মন্তব্য প্রকাশ করেছে।
সূত্র: আরব নিউজ/এইটি