শনিবার, ৩০ নভেম্বর ২০২৪ ।। ১৫ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
জুমার খুতবার আগে ব্রেন স্ট্রোক, রাতে ইন্তেকাল তরুণ ইমামের জামিয়া গহরপুরের ফুজালা ও প্রাক্তনদের আয়োজনে ‘মাহফিলে নূর’ সম্প্রীতির বাংলাদেশে অসাম্প্রদায়িক সকল অপশক্তিকে রুখে দিতে হবে: ছাত্র জমিয়ত চিন্ময়ের মুক্তি চাওয়া বাংলাদেশের বিরুদ্ধে ভারতের উলম্ব অভিযান: রিজভী মতিঝিল থানা হেফাজতে ইসলামের কমিটি গঠন এডভোকেট হত্যার বিচার ও ইসকন নিষিদ্ধের দাবিতে চাঁদপুর পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ ‘সংবিধানে কুরআন-সুন্নাহর সাথে সাংঘর্ষিক কোন কিছু রাখা যাবে না’ চাঁদপুর জেলা সিরাত সম্মেলন আগামীকাল, থাকছেন হেফাজত আমীর চট্টগ্রামে ইসকন নিষিদ্ধের দাবিতে হেফাজতের বিক্ষোভ-সমাবেশে জনস্রোত মৌলভীবাজারে আইনজীবী হত্যা ও ইসকনকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল

মন্ত্রী এমপিদের ঘুষ-দূর্নীতি আড়াল করতেই ডিজিটাল নিরাপত্তা আইন: খেলাফত মজলিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: খেলাফত মজলিসের আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক বলেছেন, গণমাধ্যমের স্বাধীনতা হরণ ও সাংবাদিকদের কন্ঠরোধ করার জন্যে সরকার ডিজিটাল নিরাপত্তা আইন প্রনয়ন করতে যাচ্ছে।

অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক অভিযোগ করে বলেন, তথ্যপ্রযুক্তি আইনের বিতর্কিত ৫৭ ধারার পরিবর্তে সরকার আরো মারাত্মক ধারা সংযোজন করে নতুন আইন করতে যাচ্ছে। এই ডিজিটাল নিরাপত্তা আইন পাশ হলে মন্ত্রী-এমপি, সরকারী কর্মকর্তা-কর্মচারীদের ঘুষ দুর্নীতির তথ্য বা খবর সংগ্রহ করা যাবে না।

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানিয়ে তিনি বলেন, এ আইনে সাংবাদিকরা হয়রানীর শিকার হবে। মূলত: সাংবাদিক ও বিরোধী মতাবলম্বীদের দমন করার জন্যে সরকার ডিজিটাল নিরাপত্তা আইন প্রনয়ন করতে যাচ্ছে। এ আইন হবে দুষ্টের পালন, শিষ্টের দমন। তাই অবিলম্বে মন্ত্রীপরিষদে অনুমোদিত খসড়া ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করতে হবে।

গতকাল সন্ধ্যা ৬টায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের পরিচালনায় অনুষ্ঠিত বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের নায়েবে আমীর মাওলানা সৈয়দ মজিবর রহমান, মাওলানা সাখাওয়াত হোসাইন, অধ্যাপক মোহাম্মদ খালেকুজ্জামান, যুগ্মমহাসচিব মাওলানা এডভোকেট জাহাঙ্গীর হোসাইন, বায়তুলমাল ও আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মোঃ মিজানুর রহমান, মাওলানা নোমান মাযহারী, অধ্যাপক মো: আবদুল জলিল, অধ্যাপক কে এম আলম, মাওলানা তোফাজ্জল হোসনে মিয়াজী, মাওলানা আজিজুল হক প্রমুখ।

এসএস/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ