আওয়ার ইসলাম: গত মঙ্গলবার রাজধানীতে পুলিশের ওপর হামলা ও আসামী ছিনিয়ে নেওয়ার ঘটনায় তীব্র সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । তিনি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেছেন, এ ধরনের হামলা ভবিষ্যতে সহ্য করা হবে না।
পুলিশের সাহসী ভুমিকার প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেছেন, আইন-শৃঙ্খলা বজায় রাখতে আইন প্রয়োগকারী সংস্থাগুলো শক্তিশালী ভূমিকা পালন করছে। এমনকি জনগণের জানমাল রক্ষায় তারা জীবন উৎসর্গ করছে।
গতকাল বুধবার সন্ধ্যায় গণভবনে পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) জাভেদ পাটোয়ারীকে র্যাংক ব্যাজ পরিয়ে দেওয়ার সময় এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।
এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ও বিদায়ী আইজিপি এ কে এম শহীদুল হক উপস্থিত ছিলেন।
শেখ হাসিনা বলেন, সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক নির্মূলে দেশবাসীর সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, ‘আমরা সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক নির্মূল করতে চাই। এ ব্যাপারে আমরা দেশবাসীর সহযোগিতা চাই।’
প্রধানমন্ত্রী বলেন, পুলিশ দেশে অনেক কঠিন দায়িত্ব পালন করেছে। আমরা চাই দেশে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকুক। দেশের উন্নয়ন যাতে অব্যাহত থাকে সে জন্য আমরা জনগণের সহযোগিতা কামনা করছি।
র্যাংক ব্যাজ পরিয়ে দেওয়ার পর প্রধানমন্ত্রী নতুন আইজিপিকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানান।
এসএস/