শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
মসজিদে নববীর আদলে হবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ: ধর্ম উপদেষ্টা খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত নতুন নির্বাচন কমিশনকে বিগত কমিশন থেকে শিক্ষা নিতে হবে: মুফতী ফয়জুল করীম লালপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও বাড়ি ভাংচুরের অভিযোগ জনতার চেয়ারম্যান সৈয়দ তালহাকে সুনামগঞ্জ ৩ আসনে জমিয়তের প্রার্থী ঘোষণা কুরআন-হাদিসের ভিত্তিতেই হতে হবে সংস্কার: বায়তুল মোকাররমের খতিব ইসলামী সঙ্গীত সম্রাট আইনুদ্দীন আল আজাদ রহ.-এর বাবার ইন্তেকাল কুরআন-সুন্নাহর আইন ছাড়া দেশে শান্তি আসবে না : মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী শীত ও শৈত্যপ্রবাহ নিয়ে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস ফ্যাসিবাদ বারবার ফিরে আসবে, সতর্ক থাকতে হবে: গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা

ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এমন কিছু না লেখাই ভালো : শামসুজ্জামান খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান বলেন,  বইয়ের মধ্যে আপত্তিকর কিছু আছে কিনা সেটা দেখার জন্য পুলিশের পক্ষ থেকে বাংলা একাডেমিতে মাঝে মাঝে এসে বই পরীক্ষা করে দেখার কথা বলা হয়েছে। কিন্তু বই আছে ১৩ হাজারেরও বেশি, আর এতো বই এভাবে দেখাও সম্ভব না। আর তাছাড়া বাংলা একাডেমীর নীতিমালায় এই কথাটি নেই। শুধু একটি কথাই বলা হয়েছে ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে এরকম কিছু যেন না লেখা হয় বলে মন্তব্য করেন। বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

আগের বছরের তুলনায় এবারের মেলায় নতুন কী যোগ হচ্ছে জানতে চাইলে তিনি বলেন, এই বছরের বই মেলায় পরিসরের পাশাপাশি প্রকাশনা ও সংগঠনের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। প্রতিষ্ঠান এবং সংগঠন বলতে আমি বোঝাচ্ছি প্রকাশনা প্রতিষ্ঠান এবং সংগঠন বলতে ঢাকা বিশ্ববিদ্যালয় বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান ইত্যাদি। গত বছরে সাড়ে ৩শ’র মত প্রতিষ্ঠান ছিল এবার সেটি ৪৫৫তে এসে দাঁড়িয়েছে।

নিরাপত্তা এবং অন্যান্য প্রসঙ্গ নিয়ে তিনি আরও বলেন, এবার ২৫টি প্যাভিলিয়নের ব্যবস্থা করা হয়েছে যেখানে আগের বছরে ছিল ১৩টি। রাস্তার পরিসরও বড় করা হয়েছে। এছাড়া যারা বইমেলায় আসবে তারা ঘুরে দেখার সময় ক্লান্ত হয়ে যায় তাহলে তাদের বিশ্রাম নেওয়ার জন্য বসার জায়গা করা হয়েছে।

আর নিরাপত্তার বিষয়ে র‌্যাব, পুলিশ ও গোয়েন্দা সংস্থার সাথে কথা বলা হয়েছে তার গুরুত্বের সাথে নিরাপত্তার বিষয়টি দেখবে। পাশাপাশি সংস্কৃতিমন্ত্রীও এই বিষয়টি গুরুত্বের সাথে দেখছেন এবং প্রধানমন্ত্রী নিরাপত্তার বিষয়ে আমাদের আশ্বাস দিয়েছেন। আর এবছর যেহেতু নির্বাচনী বছর সেহেতু একটু খারাপ অবস্থারতো সৃষ্টি হতে পারে। তাই বিষয়টি নজরে রেখেই নিরাপত্তা জোরদার করা হয়েছে


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ