আওয়ার ইসলাম : হবিগঞ্জে কৃষক আব্দুর রাজ্জাক হত্যা মামলায় ১০ জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল আহাদ ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।
বুধবার সকালে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মাফরোজা পারভীন এ রায় দেন।
মামলার বিবরণী থেকে জানা যায়, ২০০১ সালের ২৯শে অক্টোবর বানিয়াচং উপজেলার বাকজুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে কৃষক আব্দুর রাজ্জাককে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকজন।
ঐদিনই ২৭ জনকে আসামি কোরে বানিয়াচং থানায় মামলা করে নিহতের ছেলে হারুন মিয়া। দীর্ঘ বিচারক কার্যক্রম শেষে আদালত আজ ১০ জনের মৃত্যুদণ্ডাদেশ দেন। ২৭ জনের মধ্যে ৩ আসামির মৃত্যু হয়েছে।