শনিবার, ৩০ নভেম্বর ২০২৪ ।। ১৫ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
জুমার খুতবার আগে ব্রেন স্ট্রোক, রাতে ইন্তেকাল তরুণ ইমামের জামিয়া গহরপুরের ফুজালা ও প্রাক্তনদের আয়োজনে ‘মাহফিলে নূর’ সম্প্রীতির বাংলাদেশে অসাম্প্রদায়িক সকল অপশক্তিকে রুখে দিতে হবে: ছাত্র জমিয়ত চিন্ময়ের মুক্তি চাওয়া বাংলাদেশের বিরুদ্ধে ভারতের উলম্ব অভিযান: রিজভী মতিঝিল থানা হেফাজতে ইসলামের কমিটি গঠন এডভোকেট হত্যার বিচার ও ইসকন নিষিদ্ধের দাবিতে চাঁদপুর পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ ‘সংবিধানে কুরআন-সুন্নাহর সাথে সাংঘর্ষিক কোন কিছু রাখা যাবে না’ চাঁদপুর জেলা সিরাত সম্মেলন আগামীকাল, থাকছেন হেফাজত আমীর চট্টগ্রামে ইসকন নিষিদ্ধের দাবিতে হেফাজতের বিক্ষোভ-সমাবেশে জনস্রোত মৌলভীবাজারে আইনজীবী হত্যা ও ইসকনকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল

বারাকাতরা সাম্রাজ্যবাদের নিমক হালাল করতেই ঘৃণ্য প্রপাগান্ডায় নেমেছেন: ইউনুছ আহমাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন মাদরাসা শিক্ষা নিয়ে ড. আবুল বারাকাতরা বরাবরই মিথ্যাচার করে যাচ্ছে।

মাদরাসা শিক্ষা নিয়ে ড. আবুল বারাকাত কর্তৃক ‘অসাম্প্রদায়িক বানাতে মাদরাসা শিক্ষা ব্যর্থ। ধর্মভিত্তিক রাজনীতি, জঙ্গিত্ব উৎপাদনে এ শিক্ষা উর্বর’ এধরণের বিকৃত মস্তিস্ক বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।

এক বিবৃতিতে ইউনুছ আহমাদ বলেন, সরকারের মন্ত্রী-এমপিরা এমনকি খোদ প্রধানমন্ত্রীও যখন মাদরাসা শিক্ষার পক্ষে বক্তব্য বিবৃতি দিয়ে বলছেন, ‘মাদরাসায় কখনো জঙ্গি তৈরি হয় না, প্রকৃত ইসলামী শিক্ষায় শিক্ষিতদের জঙ্গিবাদের সাথে সম্পর্ক নেই’। তখন ড. আবুল বারাকাত মাদরাসা শিক্ষা নিয়ে গতকালও জাতীয় প্রেসক্লাবে যে মন্তব্য করেছেন তা মিথ্যা, অবাস্তব, উদ্দেশ্য প্রণোদিত এবং ইসলাম ও উলামায়ে কেরামের প্রতি বিদ্বেষপ্রসূত।

এতে করে তার ইসলামবিদ্বেষীতাই প্রকাশ পেয়েছে এবং সে নিজেকে একজন ধর্মদ্রোহী হিসেবেই পরিচয় দিয়েছে। বারকাতরা সস্তা জনপ্রিয়তা কুড়াতে ও সাম্রাজ্যবাদের নিমক হালাল করতেই এই ঘৃণ্য প্রপাগান্ডায় নেমেছেন।

বিজ্ঞাপন

ইউনুছ আহমাদ বলেন, এদেশে সামপ্রদায়িক সম্প্রীতি রক্ষায় কওমী মাদরাসা শিক্ষিতদের অবদান অনেক। বিভিন্ন মন্দিরে কিংবা উপাসনালয়ে কোন হামলা কিংবা দাঙ্গা-হাঙ্গামার ঘঁটনায় বার বার মাদরাসার সম্পৃক্ততা ব্যর্থ চেষ্টা করার পরও মাদরাসার ছাত্রদের সম্পৃক্ততা প্রমাণ করতে পারেনি।

ঘুরে ফিরে এমন ব্যক্তিদের নামই এসেছে যারা কোনো দিন মাদরাসার আঙ্গিনায়ও পা রাখেনি। তাহলে কোন যুক্তিতে কাকে খুশি করার জন্য জনাব আবুল বারাকাত মাদরাসা শিক্ষা নিয়ে এই মন্তব্য করলেন, তা এদেশের মানুষ ভালো করেই বুঝে। তিনি মাদরাসা শিক্ষার বিরুদ্ধে যে কোন চক্রান্ত ও ষড়যন্ত্র রেুখে দাড়ানোর আহ্বান জানান।

এসএস/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ