ইকবাল আজিজ,টেকনাফ থেকে: কক্সবাজার জেলার টেকনাফ আল-জামিয়া আল-ইসলামিয়ার ২দিন ব্যাপী ৭৪তম বার্ষিক সভা আজ ৩০ ও ৩১ জানুয়ারী মঙ্গল ও বুধবার অনুষ্ঠিত হচ্ছে ।
এতে দ্বিতীয় দিন প্রধান মেহমান হিসেবে অংশগ্রহণ করছেন বিশ্ববিখ্যাত দারুল উলূম দেওবন্দ, ভারতের প্রধান মুফতি মুফতিয়ে আজম আল্লামা মুফতি হাবিবুর রহমান খায়রাবাদী।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পটিয়া মাদ্রাসার মুহতামিম ও শায়খুল হাদীস আল্লামা আবদুল হালীম বোখারী, চট্টগ্রাম জিরি মাদ্রাসার শায়খুল হাদীস ও মুহতামিম আল্লামা শাহ্ মুহাম্মদ তৈয়্যব, সাহেবজাদায়ে ফক্বীহুল মিল্লাত আল্লামা হাফেজ মুফতি শাহেদ রহমানী।
আল-জামিয়া সূত্রে আরো জানা গেছে আলোচক হিসেবে অংশগ্রহণ করবেন জনপ্রিয় ওয়ায়েজ মাওলানা হাফীজুর রহমান সিদ্দীক, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন আল্লামা আবদুল বাছেত খান সিরাজী, মুফতি রিজওয়ান রফিকী, আল্লামা মুফতি মকসূদুল হক, আল্লামা মাহমূদুল হাসান ফতেহপুরী, আল্লামা আবিদ আলী ফারুকী, আল্লামা সাঈদ আলম আরমানী, আল্লামা মুফতি সাঈদুল ইসলাম, আল্লামা কাজী আখতার হোসাইন প্রমুখ।
জামিয়া প্রধান মাওলানা মুফতি কিফায়তুল্লাহ শফিক সকলের আন্তরিক দু‘আ ও সবান্ধবে উপস্থিতি কামনা করেছেন৷
এসএস/