শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫ ।। ২৮ চৈত্র ১৪৩১ ।। ১৩ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
‘মার্চ ফর গাজা’য় অংশগ্রহণকারীদের জন্য জরুরি ৫ নির্দেশনা তালিবুল ইলমের আবশ্যকীয় পাঁচটি কাজ পাকিস্তানের সব সমস্যার পেছনে ইহুদি ষড়যন্ত্র থাকে: মাওলানা ফজলুর রহমান বাড়িতে বাবার লাশ রেখে এসএসসি পরীক্ষা দিল নাহিদ মানবতার জন্য আপনিও আসুন সোহরাওয়ার্দী উদ্যানে: শায়খ আহমাদুল্লাহ ইসরায়েলকে প্রতিহত করতে আন্তর্জাতিক উদ্যোগ দরকার: বিএনপি মাদরাসাছাত্রদের কর্মসংস্থানের বিষয়ে কাজ করছে এনসিপি : নাসীরুদ্দীন পাটওয়ারী মুসলিম রাষ্ট্রের ওপর এখন সশস্ত্র ল’ড়াই ফরজ: মুফতি তাকি উসমানি ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি সফল করার আহ্বান শায়খে চরমোনাই’র নড়াইলে ছাত্র-জনতার ওপর হামলা মামলায় আ. লীগের ৪৮ নেতাকর্মী কারাগারে

ইসলাম বিষয়ে অজ্ঞতার প্রশ্নে সমালোচকদের কড়া জবাব দিলেন মাহাথির মুহাম্মদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সাখাওয়াত উল্লাহ 
আন্তর্জাতিক ডেস্ক

ইসলাম নিয়ে ড. মাহাথির মুহাম্মদের জ্ঞান সম্পর্কে প্রশ্ন তোলায় ইসলামী সমালোচকদের কড়া জবাব দিলেন সাবেক মালেশীয় প্রেসিডেন্ট ড. মাহাথির মুহাম্মদ।

ইসলামকে ব্যবহার করে অসৎ কাজের ন্যায্যতা প্রমাণ করা কিছু মানুষকে উদ্দেশ্য করে তিনি একটি ব্লগ লেখেন।

তিনি লেখেন, শূকরকে জবেহ দেওয়ার সময় যদি আল্লাহর নাম নেওয়া হয় তাহলে কি সেটা হালাল হয়ে যাবে? অবশ্যই না। আমি আরও বলতে চাই, এইযে সরকারি তহবিল থেকে কিছু অসৎ মানুষ বিপুল পরিমাণ অর্থ চুরি করে নিয়ে যাচ্ছে, এই চুরি করা অর্থ কি হারাম নয়? অবশ্যই হারাম। এগুলো যদি হারামই হয়ে থাকে তাহলে এই অর্থ দিয়ে উমরাহ অথবা হজ পালন করে এগুলো হালাল করা সম্ভব?

তিনি আরও লেখেন, আমরা যদি না জেনে চুরি করা অর্থে হজে যাই, তাহলে কি তা আমাদের অপরাধ? অপরাধ তখনই যখন আমরা জেনে শুনে চুরি করা অর্থে হজ অথবা উমরাহ পালন করতে যাই।

তিনি এরপর বলেন, হ্যাঁ, এমন অনেক ইসলামী শিক্ষা এবং রীতিনীতিই আমার কাছে বিভ্রান্তিকর মনে হয়। তবে আমি তা নিয়ে পরে কথা বলব। তিনি এও মানেন যে তিনি একজন ইসলামিক স্কলার নন, তবে তিনি দাবী করেন যে ইসলাম সম্পর্কে তার যথেষ্ট ধারণা রয়েছে।

তিনি এই ব্যাপারে লিখেন, তারা (ইসলামী সমালোচক) বলে যে আমি ইসলাম সম্পর্কে বিস্তারিত জানি না এবং আমি আরবী বুঝি না। আমাকে দেখেও নাকি তাদের আলেমের মত মনে হয় না। আমাকে অনেকেই ইসলাম সম্পর্কে বিস্তারিত জানার জন্যে এবং বিশেষজ্ঞের বক্তৃতা শোনার জন্যে পরামর্শ দিয়েছেন।

উল্লেখ্য,  গত শনিবার বিতর্কিত মালেশীয় ধর্মপ্রচারক যামিহান মাত জিন মাহাথির পুনরায় রাজনীতিতে ফেরা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তিনি বলেছিলেন, এই বৃদ্ধ বয়সে মাহাথির উচিৎ কোনো এক মাদরাসায় নাম লিখিয়ে নামাজে সময় দেওয়া।

তার এই মন্তব্য নিয়েই ক্ষীপ্ত হয়ে ওঠেন ড. মাহাথির মোহাম্মদ। তার এই সাম্প্রতিক ব্লগের কারণে অনেক সমালোচনার মুখেও পড়তে হয়েছে ড. মাহাথির মোহাম্মদকে।

তবে তার দাবী, ইসলাম সম্পর্কে তার যথেষ্ট জ্ঞান রয়েছে এবং তা দিয়েই তিনি মালয়েশিয়ার রাজনীতিতে পুনরায় ফিরে আসবেন।

সূত্র : মালয়েশিয়া টুডে/ আরএম/

 


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ