আওয়ার ইসলাম: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আখতারুজ্জামানকে অবরুদ্ধ করে রাখা শিক্ষার্থীদের উপর হামলা করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে কমপক্ষে ৫০ জন আহত হয়েছেন।
আন্দোলনকারীরা ভিসিকে লাঞ্ছিত করেছেন এমন অভিযোগে ছাত্রলীগের নেতাকর্মীরা ওই শিক্ষার্থীদের উপর হামলা চালায়।
আহতদেরকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন ও মলচত্বরে এই ঘটনা ঘটে। মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে।
জানা যায়, সাধারণ শিক্ষার্থীদের দেয়া ৪ দফা দাবি পূরণের আল্টিমেটাম শেষ হওয়ার পরও তাদের দাবি পূরণ না হওয়ায় মঙ্গলবার দুপুরে তারা পূর্বঘোষিত ভিসি কার্যালয় ঘেরাও করে। সেখানে তারা বিশ্ববিদ্যালয়ে ভিসি আখতারুজ্জামানকে লাঞ্ছিত করে এমন অভিযোগ উঠে। এরপর সেখানে ছাত্রলীগের সাধারণ ও বিশ্ববিদ্যালয় সভাপতি আবিদ আল হাসানের নির্দেশে ঢাবির ১৮টি হল থেকে হাজার হাজার নেতাকর্মী এসে ঘেরাও করে।
এসময় ছাত্রলীগ নেতাকর্মীরা আন্দোলনকারীদের ওপর রড, লাঠিসোটা দিয়ে থেমে থেমে হামলা করে। এতে গুরুতর আহত হন ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিকতা বিভাগের ছাত্র মাসুদ অপু, তাজওয়ার মাহমিদ, ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সাবেক সভাপতি লিটন নন্দীসহ অনেকেই আহত হন।