শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫ ।। ২৮ চৈত্র ১৪৩১ ।। ১৩ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
হারামাইনে আজ জুমার নামাজে ইমামতি করবেন যাঁরা ‘মার্চ ফর গাজা’য় অংশগ্রহণকারীদের জন্য জরুরি ৫ নির্দেশনা তালিবুল ইলমের আবশ্যকীয় পাঁচটি কাজ পাকিস্তানের সব সমস্যার পেছনে ইহুদি ষড়যন্ত্র থাকে: মাওলানা ফজলুর রহমান বাড়িতে বাবার লাশ রেখে এসএসসি পরীক্ষা দিল নাহিদ মানবতার জন্য আপনিও আসুন সোহরাওয়ার্দী উদ্যানে: শায়খ আহমাদুল্লাহ ইসরায়েলকে প্রতিহত করতে আন্তর্জাতিক উদ্যোগ দরকার: বিএনপি মাদরাসাছাত্রদের কর্মসংস্থানের বিষয়ে কাজ করছে এনসিপি : নাসীরুদ্দীন পাটওয়ারী মুসলিম রাষ্ট্রের ওপর এখন সশস্ত্র ল’ড়াই ফরজ: মুফতি তাকি উসমানি ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি সফল করার আহ্বান শায়খে চরমোনাই’র

জম্মু-কাশ্মির সীমান্তে নিহতের সংখ্যা বেড়ে ১২, ভারতের হুঁশিয়ারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জম্মু-কাশ্মিরে সীমান্তবর্তী এলাকায় ভারত ও পাকিস্তানি সেনাবাহিনীর মধ্যে পাল্টাপাল্টি গুলিবর্ষণে নিহতের সংখ্যা বেড়ে ১২ তে পৌঁছেছে। নিহতদের মধ্যে সামরিক বাহিনীর ৫ সদস্য এবং ৭ বেসামরিক ব্যক্তি রয়েছেন।

গত বৃহস্পতিবার থেকে সেখানে দু'পক্ষের মধ্যে পাল্টাপাল্টি গুলিবর্ষণ চলছে। গতকাল রোববার রাতে জম্মু-কাশ্মিরে আন্তর্জাতিক সীমান্ত বরাবর কানাচক এলাকায় পাকবাহিনীর গুলিবর্ষণে এক বেসামরিক ব্যক্তি নিহত ও এক নারীসহ অন্য দু’জন আহত হয়েছেন।

পুলিশের এক কর্মকর্তা বলেন, রাম দাস বাওয়া ও গোপাল দাস বাওয়া নামে দুইভাই নিজ বাসায় মর্টার শেলের আঘাতে আহত হন। দু’জনকেই সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে গোপাল দাস বাওয়াকে (৪৪) মৃত ঘোষণা করা হয়। আহত রাম দাসের অবস্থা গুরুতর। অন্যদিকে, বিমলা দেবী নামে এক গৃহবধূ স্প্লিটারের আঘাতে আহত হলে তাকেও সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আন্তর্জাতিক সীমান্ত বরাবর বিভিন্ন সামরিক চৌকি ও গ্রামে পাকবাহিনী ভারী গুলিবর্ষণসহ ১২০ মিলিমিটার মর্টার হামলা চালিয়েছে বলে বিএসএফের এক মুখপাত্র জানিয়েছেন।

পাকিস্তানের বিরুদ্ধে ভারতের হুঁশিয়ারি
এদিকে, গতকাল রোববার উত্তর প্রদেশের লক্ষনৌয়ে ‘ভারতীয় রেলওয়ে মালগুদাম শ্রমিক সঙ্ঘ’র সম্মেলনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘গোটা বিশ্ব ভারতের কড়া মানসিকতার সঙ্গে পরিচিত। কেবল দেশের মাটি কেন, প্রয়োজন হলে বিদেশের মাটিতে গিয়েও শত্রুকে আঘাত করতে পারে ভারতীয় সেনা।’

তিনি বলেন, ভারত সবসময় তার প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক ও বন্ধুত্ব বজায় রাখতে চায়। কিন্তু পাকিস্তান কখনই সংশোধন হবে না। রাজনাথের এ ধরণের মন্তব্যের পরেও পাক সেনাদের গুলিবর্ষণে এক বেসামরিক ব্যক্তি নিহত ও অন্য দু’জন আহত হয়েছেন।

এদিকে, নিয়ন্ত্রণরেখা বরাবর বিনাপ্ররোচনায় গুলিবর্ষণে বেসামরিক ব্যক্তিদের হতাহতের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে গতকাল রোববার ভারতের ডেপুটি হাইকমিশনার জে পি সিংকে তলব করে ক্ষোভ প্রকাশ করেছেন পাক পররাষ্ট্র দফতরের দক্ষিণ এশিয়া এবং সার্ক বিষয়ক মহাপরিচালক মুহাম্মদ ফয়সাল।

এ নিয়ে প্রায় একনাগাড়ে চারদিন ধরে ভারতীয় ডেপুটি হাই কমিশনারকে তলব করে ক্ষোভ প্রকাশ করল পাকিস্তান।

সূত্র: পার্সটুডে

এইচজে


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ