হাওলাদার জহিরুল ইসলাম: বাংলাদেশের বিভিন্ন জায়গায় নানা উপলক্ষ্যে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। বহু শিক্ষা প্রতিষ্ঠানও বছরে দু একবার কুইজ প্রতিযোগিতার আয়োজন করে থাকে। এই প্রতিযোগিতা কি শরিয়তসম্মত বা এব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গি কী তা হয়তো অনেকেরই জানা নেই।
ইসলামের বিধান বলে, যদি টাকা দিয়ে ফরম নিয়ে কুইজ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করতে হয় তাহলে তা সুদ ও জুয়ার অন্তর্ভূ্ক্ত হওয়ায় এ ধরনের কুইজ প্রতিযোগিতার অংশ গ্রহণ করা জায়েয হবে না।
তবে যদি ফরম ক্রয় ব্যতীতই অংশ গ্রহণ করা যায় তাহলে সেখানে অংশ গ্রহণ করা বা তা থেকে প্রাপ্ত পুরস্কার গ্রহণ করা জায়েয আছে।
সূত্র: আদ-দুররুল মুখতার: ৯/৫৭৭, কেফায়াতুল মুফতি: ৯/২২৫