মাইনুদ্দিন তাওহিদ
ইজতেমা থেকে
টঙ্গীর তুরাগ তীরে আজ ফজর নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী ৫৩তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। এদিকে আজ শুক্রবার ইজতেমা ময়দানে জুমার নামাজে শরিক হতে সকাল থেকে নামবে মুসল্লির ঢল।
দ্বিতীয় পর্বে অংশ নিচ্ছেন ঢাকার একাংশসহ দেশের ১৩টি জেলার মুসল্লিরা। এর আগে একই ময়দানে গত ১২-১৪ জানুয়ারি অনুষ্ঠিত হয় বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। ইজতেমায় পবিত্র কোরআন, হাদিস ও শরিয়তের বিভিন্ন বিষয়সহ মহান আল্লাহর নৈকট্য লাভ, মহানবীর জীবনাদর্শ এবং ইসলামের মৌল বিষয় সম্পর্কে আমবয়ান করবেন আলেম-ওলামারা।
তাবলীগ জামাতের তিন দিনব্যাপি এ আয়োজনের দ্বিতীয়পর্বে অংশ নিতে দেশি-বিদেশি মুসল্লিরা ইতোমধ্যে ইজতেমা ময়দানে এসেছেন।
এই পর্বে মুসল্লিদের নিরাপত্তা দিতে সাত স্তরে সাড়ে ছয় হাজারের মতো পুলিশ ইজতেমা ময়দান ও আশপাশ এলাকায় নিয়োজিত থাকবে বলে গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ জানিয়েছেন।